X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

একদম তৈরি তিনটি নতুন চিকেন কাবাব!

লাইফস্টাইল ডেস্ক
০৪ মার্চ ২০১৭, ১৪:১১আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৪:১৫
 
 

বেঙ্গল মিটের নতুন শোরুমের উদ্বোধন

বেঙ্গল মিট ভোক্তাদের জন্য বাজারে নিয়ে এলো স্বকীয় স্বাদ আর সুগন্ধযুক্ত মজাদার চিকেন রেশমি মালাই, চিকেন কালি মির্চ এবং চিকেন টাংরি কাবাব, এই তিনটি নতুন মেরিনেটেড চিকেন কাবাব। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সব কাবাবের রেসিপি দ্বারা অনুপ্রাণিত এই কাবাবগুলো ফাইভ স্টার শেফের তত্ত্বাবধায়নে, অসাধারণ সব মশলায় তৈরি। প্রোটিন সমৃদ্ধ এই চিকেন কাবাবগুলো স্বাস্থ্যসচেতনদের খাবারে যোগ করবে সুষম পুষ্টিগুণ। গ্রিল করা ছাড়াও, এই কাবাবগুলো খুব অল্প সময়ে সামান্য তেলে প্যান-ফ্রাই করে সহজেই তৈরি করা যাবে। কাবাবগুলো টরটিলা, রুটি, রোল,ভাতের সাথে অথবা প্রোটিনযুক্ত স্ন্যাকস হিসেবে যখন তখন খাওয়া যাবে। তাছাড়া এই কাবাবের স্বাদের অনন্যতার কারণে রুটি অথবা অন্যকিছু ছাড়াও খাওয়া যাবে। 

এই কাবাবগুলো পাওয়া যাচ্ছে মগবাজারের নতুন গরম্যাট বুচার শপসহ বেঙ্গল মিটের অন্যান্য গরম্যাট বুচার শপ-এ। এই আউটলেটটি শুক্রবার উদ্বোধন হয়েছে। উদ্বোধনে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা-শেফ সৈয়দ তোজাম্মল হক তারেক, মিডিয়া ব্যক্তিত্ব বিজরী বরকতুল্লাহ, বেঙ্গল মিটের সি ই ও জনাব এ এফ এম আসিফ  এবং বেঙ্গল মিট-এর উচ্চপদস্থ কর্মকর্তাসহ আরও অনেকে।

“গরম্যাট বুচার শপ” নামের এই নতুন আউটলেট-এ বেঙ্গল মিট-এর অন্যান্য পণ্যও পাওয়া যাবে, সাথে আরও থাকবে নিজেদের বিশেষ স্বাদের চিকেন চিজ কাবাব। এ উপলক্ষ্যে, এই আউটলেট-এ আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘কুক মাই ফুড’ নামের প্রমোশনাল ক্যাম্পেইন, যেখানে ভোক্তারা সরাসরি শেফ দ্বারা তৈরি করে কাবাবের স্বাদ নিতে পারবেন । সরাসরি রান্না দেখার সুযোগও থাকবে সেখানে। ভোক্তারা জানতে পারবেন কিভাবে কাবাবগুলো সহজেই বাসায় রান্না করা যায় আর থাকবে আউটলেট থেকে বিনামূল্যে রান্না করে নিয়ে যাওয়ারও সুযোগ।

বেঙ্গল মিটের সি ই ও জনাব এ এফ এম আসিফ বলেন, “বেঙ্গল মিট-এ আমরা সর্বদা চেষ্টা করি ভোক্তাদের জন্য নতুন নতুন সুবিধাজনক এবং পুষ্টিগুণসম্পন্ন পণ্য নিয়ে আসতে যা তাদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। আমাদের রয়েছে বিভিন্নধরনের পণ্য যা রন্ধনশিল্পে যুক্ত করে নতুন মাত্রা এবং এই বৈশিষ্ট ভোক্তাদের অনুপ্রাণিত করে পরিবার নিয়ে একত্রে মজাদার খাবারের স্বাদ নিতে।”

তারকা-শেফ সৈয়দ তোজাম্মল হক তারেক বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে অতি সুপরিচিত একটি নাম বেঙ্গল মিট,  দেশের সবার জন্য একটি অনুপ্রেরণাও বটে। এটি দেশীয় বাজারকে আরো সমৃদ্ধ করেছে তাদের গুণগত মানের নতুন স্বাদের ফুড এক্সপেরিয়েন্স নেওয়ার সহজ সুযোগ করে দিয়ে । আশা করি এই নতুন খাবারগুলো বেঙ্গল মিটকে আরো এগিয়ে নিয়ে যাবে ও নতুন উচ্চতায় পৌঁছে দিবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?