X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সবসময় সঙ্গে থাকুক ছাতা

লাইফস্টাইল ডেস্ক
২২ মে ২০১৭, ১৬:৫২আপডেট : ২২ মে ২০১৭, ১৭:০৫

মডেল: প্রিয়ন্তি ইরফান, ছবি: সাজ্জাদ হোসেন, শাড়ি: বেস্ট বাংলাদেশ গীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত প্রায় সব ঋতুতেই ছাতা ভীষণ প্রয়োজনীয় একটি বস্তু। শীত ছাড়া সব ঋতুতেই এর কদর রয়েছে। এখন যে তীব্র তাপদাহ এই সময় ছাতা ভীষণ প্রয়োজনীয়।  

ইদানিং রোদ বৃষ্টি-ছাপিয়ে ছাতা এখন ফ্যাশনের অনুষঙ্গও বটে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন বাহারি রঙ ও ডিজাইনের ছাতা ব্যবহার করছেন। সেই ছাতা কেনার কয়েকটি টিপস জেনে নিন।

১) ছাতা কেনার সময় বিবেচনায় রাখুন আপনার বয়স ও ব্যক্তিত্ব। কারণ চল্লিশোর্ধ্ব একজন লোকের হাতে গোলাপি ছাতা যেমন বেমানান, তেমনি টিনএজারদের হাতে লম্বা ডাঁটের ছাতাও মানায় না।

২) রঙ ও ডিজাইনের পাশাপাশি ভালো মানের ছাতা কেনার দিকে মনোযোগী হওয়া উচিত।

৩) ছাতা কেনার সময় ডাঁট নির্বাচন করাটা সবচেয়ে জরুরি। এটি যে শক্ত ও মানানসই হয়।

৪) ফ্যাশনেবল ছাতার ক্ষেত্রে অনেকে অভিযোগ করে থাকেন যে এটি বাতাসে উলটে যায়। ভালো মানের ছাতা হলে সেই সম্ভাবনা একদমই থাকে না।

৫) নানা রঙের ছাতার চেয়ে কালো ছাতা বেশি জরুরি।

মডেল: প্রিয়ন্তি ইরফান, ছবি: সাজ্জাদ হোসেন, শাড়ি: বেস্ট বাংলাদেশ

কোথায় পাবেন: রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বায়তুল মোকাররম মার্কেট, বসুন্ধরা সিটি, মৌচাক মার্কেট, ফরচুন শপিং মল, কর্ণফুলী মার্কেট, বেইলি স্টার, ওয়েস্টার্ন প্লাস, ওয়েস্টার্ন প্লাজাসহ বাজারে দেশি-বিদেশি এসব ছাতা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন মেগাশপেও ব্র্যান্ডের ছাতা পাবেন। ঢাকার বাইরে নিউমার্কেটগুলোতে ছাতা পাবেন নিশ্চিত।

দরদাম: ফোল্ড করে রাখা যায় এমন এক ফোল্ডের ছাতা ১৬০ থেকে ৫৫০ টাকা। তিন ফোল্ডের ছাতার দাম ৩৫০ থেকে ১১০০ টাকা। সেই আদ্দিকালের কাঠের বাঁটওয়ালা কালো সুতি কাপড়ের ছাউনি দেওয়া ২৬ ইঞ্চি ঘেরের ছাতার দাম ২৫০-৭০০টাকা পর্যন্ত। লোহার শিকের ৩০ ইঞ্চি ঘেরের বাংলা ছাতার দাম ৩৫০ থেকে ৭৫০ টাকা।

ছাতা কেনাকাটা তো গেল, এবার যত্ন করে রাখুন। বৃষ্টিতে ভিজলে শুকিয়ে ভাজ করেও রাখুন। ছাতা যেখানে রাখবেন সেখানে ন্যাপথলিন দিয়ে রাখলে ভালো হয়। এতে কাপড়টা ভালো থাকে।

মডেল: প্রিয়ন্তি ইরফান, ছবি: সাজ্জাদ হোসেন, শাড়ি: বেস্ট বাংলাদেশ। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ