X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মেরিন ড্রাইভ রোড: সাগর ছুঁয়ে ছুঁয়ে সীমান্তে

নওরিন আক্তার
১৭ আগস্ট ২০১৭, ১৯:৩০আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২০:০৬
image

এক দিকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অন্য দিকে উঁচু-নিচু পাহাড়ের সারি। মাঝখানে মসৃণ পথ যেন মিশে গেছে অজানায়! এই পথ ধরে চলতে চলতে কখনও সমুদ্রের লোনা বাতাসের ঝাপটা ছুঁয়ে যাবে আপনাকে, কখনও সবুজ পাহাড়ের সতেজতায় ভরে উঠবে মন। বলছি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের কথা। বর্তমানে এটিই পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড।

শুরু হলো পথচলা

একদিকে সমুদ্র অন্যদিকে সবুজের সমারোহ
খোলা জিপ নিয়ে এই রাস্তা ভ্রমণের কৌতূহল ছিল বেশ কিছুদিন ধরেই। একই সঙ্গে সমুদ্র ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে তাই আমরা চার বন্ধু ছুটলাম কক্সবাজারে। দুপুর সাড়ে বারোটার দিকে গাড়ি ঠিকঠাক করে উঠে পড়লাম। কলাতলি থেকে শুরু হলো আমাদের যাত্রা।

মেরিন ড্রাইভ রাস্তার সৌন্দর্য

একদিকে পাহাড় অন্যদিকে সাগর
সেদিন আকাশ বেশ মেঘলা। রাস্তার দুইদিকে গাছের সারি নিয়ে ছুটে যাচ্ছে আমাদের গাড়ি। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। বেশ ঠাণ্ডা বাতাস তখন। প্রাণ জুড়িয়ে যায়। বেশ খানিকক্ষণ পর হঠাৎ গায়েব হয়ে গেল গাছের দল! একদম খোলা সমুদ্র তখন চোখের সামনে। প্রবল উচ্ছ্বাসে ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। আহা! এই দৃশ্য দেখতে দেখতে যেন ছুটে যাওয়া যায় অনন্তকাল!

সমুদ্রের ঢেউ প্রবল বেগে আছড়ে পড়ে সৈকতে

মেরিন ড্রাইভের দীর্ঘ পথ
বামদিকে চোখ ফেরাতেই আরেক মুগ্ধতায় ছেয়ে গেল মন। সবুজের পর সবুজ সেজেছে আপন মহিমায়। ‘চলো না ঘুরে আসি অজানাতে...’- শুরু হলো আমাদের গান। সাগরের সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন বদলে গেছে বামদিকের প্রকৃতি! দেখলাম দূরে দাঁড়িয়ে আছে সারি সারি পাহাড়। পাহাড় আর সমুদ্র ছুঁয়ে রাস্তা হারিয়ে যাচ্ছে বাঁকে বাঁকে। টুপটাপ বৃষ্টি ঝরতে শুরু করেছে এরই মধ্যে। মুগ্ধতার পালে যেন আরেকটু হাওয়া লাগলো। বৃষ্টিভেজা হাওয়া! বৃষ্টিতে সমুদ্র যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে, তার দানবীয় রূপটা আরেকটু ঝিকমিকিয়ে ওঠে। 

চলছে পথচলা

সবুজ ও সাগর ছুঁয়ে ছুঁয়ে পথচলা
বৃষ্টিকে পেছনে ফেলে ছুটছে আমাদের গাড়ি। আমাদের চোখেমুখে তখন বৃষ্টি, সমুদ্র আর পাহাড় দেখার মুগ্ধতা। ঠিক আড়াই ঘণ্টা পর আমরা পৌঁছলাম সাবরাং বেড়িবাঁধে। এখানেই মেরিন ড্রাইভের রাস্তা শেষ হয়েছে। এখানে দাঁড়িয়ে দেখা যায় সীমান্তের ওপার। ততক্ষণে বৃষ্টি ধরে এসেছে। ফুরফুরে চমৎকার বাতাসের বিকেল কাটালাম আমরা। তারপর ফিরতি পথে একই সৌন্দর্য সঙ্গে নিয়ে ফিরলাম কক্সবাজার।

ফিরতি পথে
প্রয়োজনীয় তথ্য

  • মেরিন ড্রাইভের রাস্তা পুরোটা ঘুরে আসতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা।
  • কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ রোড রাস্তা প্রায় ৮০ কিলোমিটার। গাড়ি ঠিক করার সময় পুরো রাস্তা ঘুরতে চান সেটা ড্রাইভারকে জানিয়ে রাখবেন। নাহলে ইনানি কিংবা আশেপাশের কিছু অংশ ঘুরিয়েই তারা আপনাকে ফিরিয়ে আনবে।
  • সিজনের উপর নির্ভর করে গাড়ি ভাড়া। অফ সিজনে ৪ হাজার টাকায় পেয়ে পাবেন রিজার্ভ গাড়ি। টুরিস্ট সিজনে এই ভাড়া আরেকটু বাড়তে পারে। সুগন্ধা পয়েন্টে পাবেন গাড়ির খোঁজ।
  • চাইলে সিএনজি অটো নিয়েও ঘুরে আসতে পারেন মেরিন ড্রাইভ রোড। তবে এতে সময় আরেকটু বেশি লাগবে।
  • দিনে গিয়ে দিনে ফিরে আসাই ভালো।  
  • পথে ইনানি বিচের সামনে বেশ কিছু ভালো খাবারের দোকান রয়েছে। দুপুরের খাবারটা সেরে নিতে পারেন এখান থেকেই।
  • পথে কয়েকটি সেনাবাহিনী চেকপোস্ট পড়বে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিতে ভুলবেন না। 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে ‘গরমে অসুস্থ হয়ে’ দুজনের মৃত্যু
মুন্সীগঞ্জে ‘গরমে অসুস্থ হয়ে’ দুজনের মৃত্যু
শ্রমিকের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গোলটেবিলশ্রমিকের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
সর্বাধিক পঠিত
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস