X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সবুজের রাজ্যে বসেছিল প্রজাপতি মেলা

সোয়াইব রহমান সজীব
০৪ নভেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৯:৫২

সবুজের রাজ্যে বসেছিল প্রজাপতি মেলা প্রকৃতির বর্ণিল অনুষঙ্গ প্রজাপতি। কিন্তু ইট-পাথরের নগরীতে সবুজের দেখা মেলাই যেখানে দুষ্কর সেখানে প্রজাপতি খোঁজা তো পণ্ডশ্রম! তাই শনিবার নগরজীবন থেকে একটু দূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসেছিল প্রজাপতি মেলা। শুধু সৌন্দর্য নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় ক্ষুদ্র এ পতঙ্গের অবদানের কথাও তুলে ধরা হয় মেলায়।

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে ৮ম বারের মতো বসে ব্যতিক্রমী এ মেলা। মূল লক্ষ্য প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি।

মেলা উপলক্ষে শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারও প্রজাপতিপ্রেমী, দর্শনার্থীরা ক্যাম্পাসে ছুটে আসেন। সবুজের রাজ্যে বসেছিল প্রজাপতি মেলা সকাল দশটায় জহির রায়হান মিলনায়তনের সামনে প্রজাপতি অবমুক্তকরণ ও রঙিন বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রজাপতি প্রকৃতিরই অংশ। প্রকৃতি ও মানুষ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে। প্রজাপতিকে ভালোবেসে আমরা তাদের বাসযোগ্য পরিবেশে রক্ষা করতে পারি।’

বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক বলেন, ‘প্রজাপতির প্রতি মানুষের ঔচিত্যবোধই প্রজাপতিকে রক্ষা করতে পারে।’ সবুজের রাজ্যে বসেছিল প্রজাপতি মেলা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, আইইউসিএন-এর কান্ট্রি প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি এবং মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রজাপতির চোখ এবং কালার ভিশনের গবেষণায় সার্বিক অবদানের জন্য জাপানের গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর অ্যাডভান্স স্টাডিস এর অধ্যাপক ড. কেনটারো আরিকাওয়াকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান করা হয়। অপরদিকে ‘ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট ২০১৭’ অ্যাওয়ার্ড লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফলাতুন কায়সার। 

দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী
উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী
সময়মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
দলীয় সিদ্ধান্ত অমান্যসময়মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
‘সিঁধেল চোর’ ধরতে মরিয়া পুলিশ
রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান‘সিঁধেল চোর’ ধরতে মরিয়া পুলিশ
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস