X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

যার যেমন পছন্দের শাড়ি

নাদিয়া নাহরিন
১৪ এপ্রিল ২০১৮, ০৭:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ০৭:৪৯

যার যেমন পছন্দের শাড়ি আজ বাংলা বছরের প্রথম দিন। শুভ নববর্ষ। নতুন দিন উদযাপনের প্রস্তুতি তো শুরু হয়েছে বেশ আগেই! আর প্রস্তুতির এই তালিকায় রয়েছে বৈশাখী শাড়ি। বাঙ্গালিয়ানার এই দিনটিতে শাড়ি না পড়লেই যে নয়! এমনকি যারা ক্যাজুয়াল পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারাও এই দিনটিতে শাড়ি বেছে নেন। তবে সুতির সাদা শাড়ি আর লাল পাড়ের মধ্যেই কিন্তু সীমিত নেই এই আমেজ। যেমন, কারো পছন্দ সোনালি আঁশ পাটের তৈরি শাড়ি, আবার কারো গামছা প্রিন্টের রঙিন শাড়ি। কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী এবং তারকাদের সাক্ষাৎকারে এই আয়োজন।

সপ্তাহভর ব্যস্ততায় সময় পাওয়া ভার চাকরিজীবী নবেরা রহমানের। বেসরকারি প্রতিষ্ঠান এসিআই ফার্মায় কাজ করছেন তিনি। তাই একদিন ছুটি মানেই সময়টা পরিবারের সঙ্গে উদযাপন করা। বৈশাখে বিকেলের দিকেই বের হবেন ঘুরতে। আর এ সময় পরনে থাকবে সাদা এবং হালকা গোলাপি রঙের কোটা শাড়ি। পছন্দের তালিকায় কোটা শাড়িই তার পছন্দ, কেননা এতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

পিছিয়ে নেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কথা হয় অগ্রণী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মালিহা হায়দারের সঙ্গে। ক্যাজুয়াল পোশাকই তার পছন্দ। কিন্তু বৈশাখে শখ করেই শাড়ি পড়ছেন এবার। তবে আবহাওয়া এবং স্বস্তির কথা মাথায় রেখে ফুলেল প্রিন্টের জর্জেট শাড়িই তার পছন্দ। আর শাড়িটি উপহার পেয়েছেন মায়ের কাছ থেকে।

 জাতীয় ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের আরেক শিক্ষার্থী তানজিনা নওশীন। বৈশাখ ছাড়াও যেকোনো উৎসবে তার পছন্দ তাঁত এবং জর্জেটের শাড়ি। এবার অবশ্য তাঁতের সাদা-লাল শাড়িটি পড়বেন। আঁচলের দিকে সামান্য কমলা রঙের প্রিন্ট। এছাড়াও পুরো শাড়ি জুড়েই রয়েছে বিভিন্ন প্রিন্ট। শাড়িটি তিনি নিয়েছেন ঢাকার হকার্স মার্কেট থেকে।                     

অনেকেই আছেন বৈশাখটা নিজের মত করেই উদযাপন করতে পছন্দ করেন। যেমন, রায়হানা সুলতানা। কাজ করছেন একটি আন্তর্জাতিক সংস্থায়। বৈশাখে খুব একটা বের হন না। পরিবারের সঙ্গেই কাটিয়ে দেন পুরো দিনটি। আর পরদিন অফিসের আয়োজনে পরে যাবেন গামছা কাপড়ের শাড়ি। রায়হানা জানান, অনেকদিন ধরেই এ ধরনের একটি শাড়ি কেনার শখ ছিল। অবশেষে এ বছর কিনেই ফেললেন।

যার যেমন পছন্দের শাড়ি আবার বছরের অধিকাংশ সময় ব্যস্ত থাকেন ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ’র প্রতিবেদক প্রিয়াঙ্কা কুন্ডু। তাই অবসর মেলে নববর্ষের এই দিনটিতেই। আর এ দিন একটু বের না হলেই যে নয়। তাই বেশ আগেই কিনে রেখেছেন সাদা এবং কচি পাতা রঙের জামদানী। সঙ্গে মিলিয়ে পড়বেন কড়ির মালা এবং দুল। আর হাতে থাকবে কাঠবেলীর মালা।

কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা হক দিনার সঙ্গে। তাঁতের জমিনের উপর হালকা কাজ করা কিংবা তসর সিল্কের শাড়ি তার বেশ পছন্দ। তাই এবারও এ ধরনের শাড়িই পড়বেন তিনি। আর শাড়ি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের শাড়িই তার পছন্দ। আবার পছন্দমত অনলাইন পেজ থেকেও কিনে ফেলেন। আর এবারে বৈশাখ উদযাপন করছেন এবার খাগড়াছড়িতে।

পছন্দের তালিকায় সুতির শাড়িরই যেন কদর বেশি। অভিনেত্রী তানভিন সুইটিও এবার লাল পাড়ের সাদা শাড়িই পড়ছেন। হালকা সাঁজে তিনি ব্যস্ত থাকবেন বিভিন্ন আয়োজন এবং দাওয়াতে।

যার যেমন পছন্দের শাড়ি অনলাইন পেজ কিংবা দোকান দুটো থেকেই শাড়ি কেনেন অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী স্বাগতা। নববর্ষের পুরো দিনটাই কাটে পরিবারের সঙ্গে। এবার বৈশাখে শাশুড়ির কাছ থেকে উপহার পেয়েছেন শাড়ি। এছাড়াও একটি হালকা বাদামী রঙের লাল পেড়ে সুতির শাড়িও তিনি রেখেছেন তালিকায়। সঙ্গে লাল হাতাকাটা ব্লাউজ। হালকা সাজেই সন্ধ্যার গানের আয়োজনে যাবেন এই শিল্পী।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে