X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাঙতা মেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

লাইফস্টাইল ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ১৯:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৯:২৭
image

রাঙতা মেলার বেশকিছু বিশেষত্ব রয়েছে। এখানে পাবেন ডে কেয়ার সেন্টার, যেখানে শিশুকে রেখে নিশ্চিন্তে ঘুরতে পারবেন মেলায়। শিশুকে বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে। হুইল চেয়ারে করে প্রবেশ করতে পারবেন অসুস্থ ব্যক্তিরা। পেমেন্ট করতে পারবেন কার্ডে। পাকিস্তানি পণ্য বিবর্জিত রাঙতা মেলা বসবে ধানমন্ডি সাতাশ নাম্বারের মাইডাস সেন্টারে। ৫ এবং ৬ এপ্রিল দুই দিনব্যাপী মেলায় পাওয়া যাবে হরেক রকমের দেশীয় পণ্য। মেয়ে নেটওয়ার্ক আয়োজিত রাঙতা মেলার সপ্তম আসর শুরু হবে সকাল ১০টা থেকে। সবার জন্য উন্মুক্ত এই মেলা।

রাঙতা মেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল
সপ্তম রাঙতায় মেয়ের নিজস্ব স্টলসহ মোট ৪৬ টি স্টলে নিজেদের পণ্য ও সেবার পসরা সাজাবে ৪৯টি উদ্যোগ।  পোশাক এবং গয়নার পাশাপাশি রাঙতা মেলায় থাকছে বই ও মজার মজার সব খাবার। ভ্যান গগ কর্নারে থাকছে এই চিত্রশিল্পীর শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত পণ্যের প্রদর্শনী। মেলায় অংশ নিচ্ছে দেশীয় পণ্য নিয়ে কাজ করা অনলাইন প্রতিষ্ঠান লাল কাজল, আর্টোপোলিস, খুঁত, পটের বিবি, বিজেন্স, তাতিয়ানা, বক্স অব অর্নামেন্টস, কইন্যা, ফুল্লোরা, সারানা, বেগুনি প্রজাপতি,  ঈহা,  বুবুর বায়না, বোকা বাক্সসহ আরও বেশকিছু প্রতিষ্ঠান।
মেয়ে নেটওয়ার্ক সম্পর্কে
‘মেয়ে’ বাংলাভাষী নারীদের নিয়ে মিলেমিশে গড়ে ওঠা একটি অলাভজনক এবং স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। মেয়েদের বন্ধুতা, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ ‘মেয়ে’র প্রতিপাদ্য। ২০১১ সালের জুনে একটি ফেসবুক গ্রুপ থেকে যাত্রা শুরু করে অনলাইন থেকে অফলাইনে সম্মিলিত মত বিনিময়, ভাবনার বিকাশ ও উদ্যোগের প্রসারের মধ্য দিয়ে গত ৬ বছরে প্রায় ৬ হাজার নারীর নির্ভরতার ঠাঁই হয়ে উঠেছে ‘মেয়ে’। যুগ যুগ ধরে নারীকে যে নীরবতার শিক্ষা দেওয়া হয়েছে, তার দেয়ালে নিজেদের সোচ্চার কণ্ঠ দিয়ে ফাটল ধরাতে মেয়েদেরকে একত্রিত করে বিশাল এক পরিবার হয়ে উঠেছে ‘মেয়ে।’ সময়ের সাথে সেই পরিবারে যোগ দিয়েছেন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষও। এই সম্মিলিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ‘মেয়ে’র অনেক উদ্যোগের মাঝে একটি হলো ‘রাঙতা’ নামের মেলাটি।  ২০১৩ সালের অক্টোবর মাসে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কিছু নবীন উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম মেলাটি। প্রথম মেলার অভাবনীয় সাফল্যের পরে  উদ্যোক্তাদের নিয়ে 'মেয়ে'র নতুন শাখা 'হুটহাট'-এর সৃষ্টি হয়। ব্যবসায়িক মুনাফা নয়, বরং ভালোলাগা এবং মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে গুণগত মানসম্পন্ন ক্রেতাবিক্রেতার সমাহার সৃষ্টি এবং বন্ধুত্বপূর্ণ যোগাযোগের মধ্য দিয়ে ব্যবসায়িক সাফল্য অর্জন 'রাঙতা' ও 'হুটহাটের' মূলমন্ত্র। তাই বাজারচলতি বিদেশি পণ্যের ভিড়ে একান্তই নিজস্ব সৃষ্টিশীলতায় তৈরি গুণগত মান ও স্বকীয়তাসম্পন্ন পণ্য নিয়ে ব্যতিক্রমী পথে হেঁটে চলেছে 'মেয়ে'র বাৎসরিক ‘রাঙতা মেলা’ ও অনলাইনভিত্তিক কেনাবেচার গ্রুপ 'হুটহাট'। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ