X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ভিটামিন সি কী পরিমাণ দরকার? কোন খাবারে কতটুকু আছে?

জুবায়ের আহম্মেদ
১৯ ডিসেম্বর ২০২০, ১১:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১১:৩৪

ভিটামিন সি কোলাজেন তন্তুর উৎপাদনে সাহায্য করে। তাই ক্ষত নিরাময়ে, কোষ পুনরুদ্ধারে এবং টিস্যু তৈরিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা দেহের অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্টগুলোর (যেমন ভিটামিন- ই) ক্রিয়াকে ত্বরান্বিত করে। ফলে দেহে ফ্রি-র‌্যাডিকেলজনিত সমস্যা হয় না। এটি খাদ্য থেকে আয়রন পরিশোষণ ব্যবস্থাও শক্তিশালী করে। অর্থাৎ এই একটি ভিটামিন কিন্তু আপনার অন্য ভিটামিনগুলোর জন্যও কাজ করবে। আবার দেহের প্রতিরক্ষা তথা ইমিউনিটি সিস্টেমকেও ক্ষমতাশালী করে ভিটামিন সি।

ভিটামিন সি কী পরিমাণ দরকার? কোন খাবারে কতটুকু আছে?

চট্টগ্রামের স্বাস্থ্যসেবা কেন্দ্র সিউরসেল-এর পুষ্টিবিদ রাশেদা আফরিন মেরিনা বয়সভেদে ভিটামিন সি-এর একটি চার্ট দিয়েছেন বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য।

বয়স                   পুরুষ                    নারী

৬ মাস পর্যন্ত          ৪০ মিলিগ্রাম       ৪০ মিলিগ্রাম

৭ মাস -১ বছর      ৫০ মিলিগ্রাম       ৫০ মিলিগ্রাম

১-৩ বছর             ১৫ মিলিগ্রাম         ১৫ মিলিগ্রাম

৪ -৮ বছর            ২৫ মিলিগ্রাম        ২৫ মিলিগ্রাম

৯-১৩ বছর           ৪৫ মিলিগ্রাম         ৪৫ মিলিগ্রাম

১৪ -১৮ বছর        ৭৫ মিলিগ্রাম         ৬৫ মিলিগ্রাম

১৯- বয়স্ক            ৯০ মিলিগ্রাম          ৭৫ মিলিগ্রাম

এছাড়া গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের অতিরিক্ত ভিটামিন সি নিতে হবে। গর্ভবতীদের জন্য ভিটামিন সির সুপারিশকৃত দৈনিক মাত্রা ৮৫ মিলিগ্রাম। স্তন্যদায়ী মায়েদের দিনে ১২৫ মিলিগ্রাম ভিটামিন গ্রহণ করা উচিত।

ভিটামিন সি-যুক্ত খাবার
কমলা, লেবু, জলপাই, মাল্টা, স্ট্রবেরি, আঙুর, বরই, জাম্বুরা, আমলকি, জামের মতো সাইট্রাস ফল; পাকা পেঁপে, পেয়ারা, আনারস, তরমুজ, আম, লিচুর মতো মিষ্টি ফল; সরিষা শাক, পালং ও পুঁইশাক, কাঁচামরিচ, ফুলকপি, ঢেঁড়স, গাজর, টমেটো, ক্যাপসিকাম, থানকুনি পাতা, ধনেপাতা ও পুদিনাপাতায় ভিটামিন সি থাকে।

কোন ফল/সবজিতে কতখানি ভিটামিন সি?
এবার জেনে নেওয়া যাক কোন ফলে কী পরিমাণ ভিটামিন সি পাবেন।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও লেবুর চেয়েও বেশি ভিটামিন সি পাওয়া যায় লিচুতে। প্রতি ১০০ গ্রাম লেবুতে ভিটামিন সি আছে ৫৩ মিলিগ্রাম। আর একশ গ্রাম লিচুতে আছে ৭১.৫ মিলিগ্রাম। এদিকে আপেল বেশ পিছিয়ে। ১০০ গ্রাম আপেলে আছে মাত্র ৪.৬ মিলিগ্রাম ভিটামিন সি।

১০০ গ্রাম কলায় আছে ৮.৭ মিলিগ্রাম।

১০০ গ্রাম পেয়ারায় আছে ২২৮ মিলিগ্রাম।

১০০ গ্রাম কমলায় আছে ৫৩ মিলিগ্রাম।

১০০ গ্রাম পাকা পেঁপেতে আছে ৬১ মিলিগ্রাম।

১০০ গ্রাম ব্রকোলিতে আছে ৮৯ মিলিগ্রাম।

১০০ গ্রাম টমেটোতে আছে ২৩ মিলিগ্রাম।

১০০ গ্রাম কাঁচা মরিচে আছে ২৪২.৫ মিলিগ্রাম।

১০০ গ্রাম আঙুরে আছে ৪ মিলিগ্রাম।

১০০ গ্রাম আনারসে আছে ৪৭.৮ মিলিগ্রাম।

১০০ গ্রাম বেদানায় আছে ১০.২ মিলিগ্রাম।

১০০ গ্রাম মিষ্টি কুমড়ায় আছে ৯ মিলিগ্রাম।

১০০ গ্রাম তরমুজে আছে ৮.১ মিলিগ্রাম।

খেয়াল রাখবেন
ভিটামিন সি সমৃদ্ধ খাবার অতিরিক্ত তাপে ও অনেকক্ষণ সেদ্ধ করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই ভিটামিন সি যুক্ত সবুজ শাক-সবজি অল্প তাপে সেদ্ধ করতে হবে বা তাজা কাঁচা অবস্থায় খেতে হবে।

/এফএ/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকার কোনও দিন স্থায়ী হতে পারে না: মঈন খান
অন্তর্বর্তী সরকার কোনও দিন স্থায়ী হতে পারে না: মঈন খান
রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন বিধ্বস্ত
রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন বিধ্বস্ত
কিশোর গ্যাং-এ সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব: কথা-কাটাকাটির জেরে কিশোর খুন
কিশোর গ্যাং-এ সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব: কথা-কাটাকাটির জেরে কিশোর খুন
নোয়াখালীতে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ
নোয়াখালীতে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার