মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন। এই দুটি উপাদান চুলের জন্য প্রয়োজনীয়। চুলের যত্নে মেথি ব্যবহার করলে চুল পড়া কমবে। পাশাপাশি খুশকি ও প্রাণহীন চুলের সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে সহজে। নিয়মিত মেথি ব্যবহারে চুল হয় ঝলমলে, মোলায়েম ও নরম। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
- মেথি ভিজিয়ে রেখে পানি ছেঁকে নিন। এই পানি একটি স্প্রে বোতলে ভরে নিন। সকালে হেয়ার স্প্রের মতো চুলে লাগান এবং কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন।
- মেথি পর্যাপ্ত পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন বেটে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে এই প্যাক।
- মেথি বেটে নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সামান্য অ্যালোভেরা জেল মেশাতে পারেন। মিশ্রণটি বিবর্ণ ও রুক্ষ চুলে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল পড়া কমাবে এই হেয়ার প্যাক।
- ২ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক। মাথার ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবে হবে।
- আধা কাপ দইয়ে মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন দই ও মেথি একসঙ্গে পেস্ট করে নিন। চুলের গোড়ায় মিশ্রণটি আধা ঘণ্টা লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক। খুশকি দূর হওয়ার পাশাপাশি নরম ও ঝলমলে হবে চুল।
- ৩ চা চামচ মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল।
- মেথি বাটার সঙ্গের ১ টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।