X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
কাশ্মির ভ্রমণ পর্ব ২

কাশ্মির যাওয়ার আগে জানতে হবে যেসব তথ্য

কাশ্মিরের পরিস্থিতি এখন শান্ত। ফলে পর্যটনশিল্পের পালেও লেগেছে হাওয়া। ভূস্বর্গ কাশ্মির ভ্রমণের আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। সুবিশাল পাহাড়, চোখজুড়ানো সবুজ কিংবা নয়নাভিরাম লেকের শান্ত শহর ভারত নিয়ন্ত্রিত কাশ্মির। সময় করে ঘুরে আসতে পারেন আপনিও। তবে কাশ্মির ভ্রমণে যাওয়ার আগে বেশ কিছু প্রশ্ন উঁকি দেয় মনে। যেমন কখন কাশ্মির গেলে কী দেখতে পারবেন, কেমন খরচ হবে, কোথায় থাকবেন, কী কী দেখবেন ইত্যাদি। কিছুদিন আগেই কাশ্মির ঘুরে এসে কয়েক পর্বে জানাচ্ছি এই তথ্যগুলো।

নওরিন আক্তার
১৪ জুলাই ২০২৩, ২২:২২আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৭:২৭

সড়কপথে কাশ্মির যাবেন নাকি আকাশপথে?

ঢাকা থেকে বিমানে চড়ে চলে যেতে পারেন কাশ্মির। এজন্য প্রথমে যেতে হবে দিল্লি। দিল্লি থেকে ফের বিমানে চেপে যেতে হবে শ্রীনগর বা কাশ্মির। তবে যদি মনে করেন পাহাড় আর সবুজের সৌন্দর্যে চোখ জুড়াতে জুড়াতে কাশ্মির পৌঁছবেন, তবে সড়কপথ হতে পারে সেরা পছন্দ। এতে বিমানের তুলনায় খরচটাও বেশ কম পড়বে। যদিও সময় লেগে যাবে একটু বেশিই।

সড়কপথে কাশ্মির গেলে উপভোগ করতে পারবেন চমৎকার সব প্রাকৃতিক সৌন্দর্য। ছবি- লেখক

কাশ্মির যেতে চাইলে কয়েকটি তথ্য মনে রাখুন-

  • কাশ্মির অর্থাৎ শ্রীনগর পর্যন্ত যাওয়ার জন্য সরাসরি ফ্লাইট ধরতে আপনাকে যেতে হবে দিল্লিতে। দিল্লি ছাড়া মুম্বাই, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, আহমেদাবাদ ও অমৃতসর থেকে সরাসরি ফ্লাইট আছে শ্রীনগর তথা কাশ্মিরের। এছাড়া আর কোনও এয়ারপোর্ট থেকে সরাসরি যেতে পারবেন না এখানে।  
  • সড়কপথে যেতে চাইলে বেনাপোল দিয়ে বর্ডার পার হয়ে কোলকাতা চলে যান। কোলকাতা থেকে প্লেনে বা ট্রেনে দিল্লি হয়ে জম্মু এবং এরপর যেতে হবে কাশ্মির।
  • জম্মু থেকে বিমানে করে পৌঁছতে পারেন শ্রীনগর। এতে দ্রুত পৌঁছতে পারবেন। যদিও সড়কপথের সৌন্দর্য দেখার সুযোগ মিলবে না। সড়কপথে জম্মু থেকে ট্যাক্সি বা বাসে শ্রীনগর গেলে উপভোগ করতে পারবেন প্রকৃতি। প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, সময় লাগবে ৮ থেকে ১০ ঘণ্টার মতো।
  • পঞ্চগড়ের বাংলাবান্ধা বর্ডার দিয়েও ঢুকতে পারেন। এক্ষেত্রে শিলিগুঁড়ি থেকে ট্রেন বা প্লেনে পৌঁছতে পারবেন জম্মু। হাতে সময় থাকলে দার্জিলিং থেকেও ঘুরে আসতে পারবেন।
  • খানিকটা সস্তায় দিল্লির ফ্লাইট ধরতে চাইলে আগরতলা বর্ডার দিয়ে চলে যেতে পারেন। আমরা এ পথেই গিয়েছিলাম। বেশ ভালো ভালো হোটেলও রয়েছে আগরতলায়। আগরতলা থেকে বিমানে দিল্লি, এরপর বিমান অথবা সড়কপথে যেতে পারবেন কাশ্মির।

 

বরফে ঢাকা কাশ্মিরের পাহাড়। ছবি- লেখক

কাশ্মিরে গিয়ে কোথায় থাকবেন?

  • শ্রীনগরে ডাল লেকের আশেপাশে থাকতে চাইলে একটু বেশি ভাড়া গুণতে হবে। তবে দুচোখ ভরে উপভোগ করতে পারবেন লেকের সৌন্দর্য।
  • বুকিং ডটকম বা এই ধরনের বুকিং সাইট থেকে বুকিং দিয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে বেশ কিছু বাড়তি টাকা গুণতে হতে পারে আপনাকে।
  • সবচেয়ে ভালো হয় গিয়ে দেখেশুনে হোটেল বুক করতে পারলে। হোটেলের মান অনুযায়ী ১০০০ রুপি থেকে শুরু হবে দাম।  

আরও পড়তে পারেন: কোন সময়ে কাশ্মিরে গেলে কী দেখতে পারবেন  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা