X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

হৃদযন্ত্র ভালো রাখতে পাতে রাখুন ১০ খাবার

জীবনযাপন ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১৬:৫৮আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৬:৫৮

ধমনীতে রক্ত জমাট বেধে হৃদযন্ত্রে রক্ত চলাচলে বাধা দিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। আমাদের জীবনযাপন পদ্ধতির কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে জাঙ্ক ফুড যেগুলোতে উচ্চমাত্রায় চিনি, লবণ, রিফাইন্ড কার্ব, স্যাচুরেটেড ফ্যাট- তবে এগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত করবে আপনার হৃদযন্ত্রকে। এসব খাবারে থাকা ফ্যাট এবং কোলেস্টেরল রক্ত জমাট বাধার অন্যতম কারণ। হৃদযন্ত্র ভালো রাখতে চাইলে খাদ্য তালিকায় রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। সুষম খাবারের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করাও ভীষণ জরুরি। নিয়মিত শরীরচর্চার কারণে শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমতে থাকে। এছাড়া উচ্চ রক্তচাপ ও স্থুলতার মতো সমস্যা থেকেও দূরে থাকা যায়। হৃদযন্ত্র ভালো রাখতে চাইলে কোন কোন খাবার খেতে হবে নিয়মিত? জেনে নিন সেটা।

সবুজ শাকসবজি রাখুন পাতে। ছবি- সংগৃহীত

১। পাতে রাখুন সবুজ শাক ও সবজি। যেমন পালং শাক খেতে পারেন নিয়মিত। খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের জন্য সুপরিচিত এই শাক। এছাড়া ভিটামিন কে-এর দুর্দান্ত উত্স সবুজ শাক ও সবজি, যা ধমনীকে রক্ষা করতে সাহায্য করে। এগুলোতে ডায়েটারি নাইট্রেটের পরিমাণও বেশি, যা রক্তচাপ কমাতে এবং এবং রক্তনালীর আস্তরণের কোষগুলোড় সুরুক্ষায় কাজ করে। হেলথ লাইনের একটি প্রতিবেদন দাবি করছে, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেলে করোনারি হৃদরোগের ঝুঁকি কমে যায় অনেকটাই।

২। গোটা শস্য বা হোল গ্রেইন খান। কোলেস্টেরল এবং সিস্টোলিক রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমবে।

৩। ফ্যাটি ফিশ বা সামুদ্রিক মাছ খান। স্যামন, ম্যাকেরেল, সার্ডিনস এবং টুনার মতো চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মেলে। নিয়মিত খেলে তাই হৃদরোগের ঝুঁকি কমে।

৪। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের আরেকটি চমৎকার উৎস হচ্ছে বাদাম। এছাড়া ভিটামিন ই এবং ফাইবারও মেলে বাদাম থেকে। বিশেষ করে আখরোট হার্টের জন্য খুবই ভালো। এতে ম্যাগনেসিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজের মতো ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। ৩৬৫ জন অংশগ্রহণকারীর উপর ২০০৯ সালের একটি গবেষণায় দেখা গেছে যে আখরোট ও অন্যান্য স্বাস্থ্যকর খাবার খেলে এলডিএল (খারাপ) এবং মোট কোলেস্টেরল কমে যায়।

৫। হৃদযন্ত্র ভালো রাখতে খান বিনজাতীয় খাবার। মটরশুঁটি বা শিম নিয়মিত খেলে রক্তে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল (খারাপ) কোলেস্টেরল কমে যায়।

৬। হার্ট ভালো রাখতে সাহায্য করে ডার্ক চকোলেটও। এটি ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা হার্টের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করতে পারে। পরিমিত পরিমাণে চকোলেট খেলে করোনারি হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে।

 

হৃদযন্ত্র ভালো ড়াখতে আখরোট খান। ছবি: হেলথলাইন

৭। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, টমেটো খেলে দূরে থাকতে পারবেন হৃদরোগের ঝুঁকি থেকে। টমেটোতে পাওয়া যায় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট।

৮। অলিভ অয়েল খেতে পারেন নিয়মিত। অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করতে পারে। এটি মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা হৃদযন্ত্র সুস্থ রাখতে ভূমিকা রাখে। হৃদরোগের উচ্চ ঝুঁকিতে আছেন এমন ৭ হাজার প্রাপ্তবয়স্কদের নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, যারা অলিভ অয়েল খান করেন তাদের হৃদরোগের ঝুঁকি ৩৫ শতাংশ কম।

৯। হৃদযন্ত্র ভালো রাখতে কমলা খাওয়ার পরামর্শ দিচ্ছে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন। কমলায় থাকা পেক্টিন রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

১০। হার্ট সুস্থ রাখতে গ্রিন টি খান। এতে মেলে পলিফেনল এবং ক্যাটেচিন, যা কোষের ক্ষতি রোধ করতে সক্ষম। এছাড়া হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এই উপাদান।

/এনএ/
সম্পর্কিত
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বশেষ খবর
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা