X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন বছর উপলক্ষে তারকা হোটেলে কী আয়োজন থাকছে?

জীবনযাপন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫

উৎসবের মাস চলছে। বড়দিনের পরেই নতুন বছর বরণের তোড়জোড় শুরু হয়ে গেছে। ঝলমলে আলোকসজ্জায় সেজেছে তারকা হোটেলগুলো। নিউ ইয়ার ইভ ও নতুন বছরের প্রথম দিন উপলক্ষে সব হোটেলেই আছে জমকালো আয়োজন। জেনে নিন কোন হোটেলে কী থাকছে।

১। প্যান প্যাসিফিক সোনারগাঁও 
হোটেলটির ক্যাফে বাজার রেস্টুরেন্টে নতুন বছর উদযাপন উপলক্ষে থাকছে বুফে ডিনারের আয়োজন। ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬৫০০ টাকায় এই ডিনার উপভোগ করা যাবে। নতুন বছরের কাউন্টডাউন বা নিউ ইয়ার ইভ উপলক্ষেও চমৎকার সব আয়োজন থাকছে এই তারকা হোটেলে। এই ইভেন্টে প্রবেশ করতে চাইলে গুণতে হবে জনপ্রতি ৬ হাজার টাকা। দম্পতিদের জন্য ১১,৫০০ টাকা। বছরের শেষ রাতটি উপভোগ করতে পারেন পুল ক্যাফেতেও। এখানে চলবে বারবিকিউ ফিস্ট। সাথে থাকবে কমপ্লিমেন্টারি সুইমিং পুল এবং লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ। জনপ্রতি খরচ পড়বে ৫ হাজার ৫০০ টাকা। এছাড়া বিভিন্ন কার্ড হোল্ডারদের জন্য থাকছে বাই ওয়ান গেট ওয়ান অফার। 

২। দ্য ওয়েস্টিন ঢাকা 
পুরনো বছরের বিদায় এবং নতুন বছর বরণ উপলক্ষে তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় থাকছে নানা আয়োজন। বুফে ডিনার এবং নিউ ইয়ার ইভ ডিনারে অংশ নিতে চাইলে ১০, ৯৫০ টাকা খরচ পড়বে জনপ্রতি। বুফে ব্রাঞ্চে খরচ পড়বে ৬,৪৫০ টাকা জনপ্রতি। নতুন বছরের প্রথম দিনের বিশেষ বুফে ব্রাঞ্চে খরচ পড়বে ৬,৪৫০ টাকা এবং বুফে ডিনারে খরচ পড়বে  ৯,৯৫০ টাকা। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড থাকলে একটির সঙ্গে তিনটি পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে। 

৩। লা মেরিডিয়ান ঢাকা 
নতুন বছরের জন্য দারুণ সাজে সেজেছে তারকা হোটেল লা মেরিডিয়ান। চমৎকার এই সাজসজ্জা উপভোগ করতে করতে নতুন বছরকে উদযাপন করতে পারেন। হোটেলটির ওলিয়া রেস্টুরেন্টে তুর্কি খাবারের স্বাদ মিলবে। নতুন বছর উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ডিনারের অফার। ১২ হাজার ১৫০ টাকায় দম্পতিরা উপভোগ করতে পারবেন বিশেষ এই ডিনার। নিউ ইয়ার ইভের বিশেষ ডিনার উপভোগ করতে পারেন দারুণ স্কাইলাইন ভিউসহ। দুইজনের জন খরচ পড়বে ১৬, ২০০ টাকা। নির্দিষ্ট ব্যাংকের কার্ড থাকলে একটির সঙ্গে দুটি পাওয়া যাবে বিনামূল্যে। 

ছবি- প্যান প্যাসিফিক সোনারগাঁও 

 

। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা 
বর্ষবিদায়ের ডিনারের আয়োজন থাকছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে। লাইভ মিউজিক ও বারবিকিউ উৎসবে যোগ দিতে চাইলে জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। এছাড়া ৫ কোর্সের বিশেষ ডিনারে খরচ পড়বে ১২ হাজার টাকা। জনপ্রতি ৯ হাজার টাকা খরচ করে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বিশেষ ডিনার করতে পারবেন। নির্দিষ্ট ব্যাংকের কার্ডের জন্য থাকছে ছাড়সহ বাই ওয়ান গেট ওয়ান অফার। 

৫। র‍্যাডিসন ব্লু ঢাকা 
হোটেলের ওয়াটার গার্ডেনের পুলসাইড কাউন্টডাউনের পাশাপাশি লাইভ মিউজিক চলবে রাতভর। পুলসাইডে বুফে ডিনার করতে জনপ্রতি খরচ পড়বে ১১ হাজার ৩০০ টাকা। রুম ট্যারিফেও ছাড় দিচ্ছে হোটেলটি। ৯ হাজার ৯০০ টাকা থেকে শুরু হচ্ছে রুম ট্যারিফ। 

৬। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট 
নতুন বছর উদযাপন উপলক্ষে একটির সঙ্গে আরেকটি ডিনার প্যাকেজ বিনামূল্যে দিচ্ছে ঢাকা রিজেন্সি হোটেল। ৫ হাজার ৫৫৫ টাকার ডিনারটি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত করতে পারবেন। নতুন বছর বরণ আয়োজনে থাকছে লাইভ মিউজিক, লেজার শো, বারবিকিউ প্ল্যাটারসহ আরও অনেক কিছুই। নতুন বছরের প্রথম দিন বুফে লাঞ্চে থাকছে ২৫ শতাংশ ছাড়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইজিবাইকচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
ইজিবাইকচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
ভারতের পানি সম্পর্কিত পদক্ষেপ লাখ লাখ মানুষকে হুমকিতে ফেলেছে
ভারতের পানি সম্পর্কিত পদক্ষেপ লাখ লাখ মানুষকে হুমকিতে ফেলেছে
দূষণে ভালো নেই ধলেশ্বরী, পানির রঙ এখন কালো
দূষণে ভালো নেই ধলেশ্বরী, পানির রঙ এখন কালো
কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন: রিজভী
কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন: রিজভী
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ