পোশাক ধোয়ার সময় নানা ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। কখনও এক পোশাকের দাগ অন্য পোশাকে লেগে যায় তো কখনও উঠতে চায় না জেদি দাগ। সাদা পোশাক পরিষ্কার করতেও পোহাতে হয় নানা ঝক্কি। কিছু দরকারি লন্ড্রি টিপস জানা থাকলে এসব সমস্যার সমাধান করতে পারবেন সহজেই।
- সাদা মোজা ধোয়ার জন্য গুঁড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে, তেমনি মোলায়েম থাকবে।
- ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে ১ চামচ বরিক পাউডার মিশিয়ে দিন। এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না।
- গাঢ় রঙের কাপড় ধোয়ার আগে ভিনেগার ও লবণের দ্রবণে ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। রঙ উঠবে না।
- সাদা কাপড় থেকে হালকা কোনও দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর ২টি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভেজা কাপড় ডুবিয়ে দিন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।
- বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাঁচা মরিচের রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন। দাগ চলে যাবে।
- কম্বল পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করুন। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর এক টেবিল চামচ ভিনেগার মেশানো পানিতে কম্বল ধুয়ে রোদে শুকান।
- হালকা গরম পানিতে এক কাপ লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন জিন্স। তাড়াতাড়ি পরিষ্কার হবে।
- সাদা পোশাকে তেল লেগে গেলে ডিশ ওয়াশিং সাবান দিয়ে পরিষ্কার করুন। প্রতি দুই কাপ পানিতে ১ চা চামচ ডিশ ওয়াশিং সাবান মিশিয়ে দাগের উপর ঘষুন। উঠে যাবে তেলের দাগ।
- পোশাকে কাদা লাগলে শুকাতে দিন আগে। নাহলে এটি পানি দেওয়ার সাথে সাথে পোশাকের বাকি অংশে দাগ ফেলে দেবে। শুকিয়ে গেলে দাগ নরম করতে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এই পদ্ধতিতে কাজ না হলে ব্লিচ বা অ্যামোনিয়া ব্যবহার করুন।
- ঘামের দাগ দূর করার জন্য ভিনেগারের ব্যবহার করুন। সাদা ভিনেগার এবং কুসুম গরম পানি ১:২ অনুপাতে মিশিয়ে দাগের উপর স্প্রে করুন এবং ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি এটি কাজ না করে তবে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন।