X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শিশুর ভাষা বিকাশে ‘ট্রিপল থেরাপি’

জান্নাতুল ফেরদৌস লাকি
১৯ মার্চ ২০২৫, ১০:৪৬আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১০:৪৬

দিয়ানার বয়স আড়াই বছর। সে সারাদিন নিজের খেলনা নিয়ে একা একা খেলে, খুব কম কথা বলে। অন্য শিশুদের সঙ্গে মিশতেও চায় না সে। দিয়ানার বাবা-মা দুজনই চাকরি করেন, তাই বাসায় মেয়ের সঙ্গে কথা বলার সময় খুব কম পান। বাবা-মা বুঝতেই পারেননি যে দিয়ানা দিন দিন আরও বেশি নিজের জগতে ডুবে যাচ্ছে। এক থেরাপি সেন্টারে নিয়ে যাওয়ার পর বিশেষজ্ঞ জানালেন, খেলার এই ধরন সলিটারি প্লে বা একাকী খেলা নামে পরিচিত । শিশুর জন্মের পর তিন মাস বয়স থেকে দুই বছর পর্যন্ত একাকী খেলা খুবই স্বাভাবিক। এসময় শিশুরা সমবয়সীদের সাথে মিথস্ক্রিয়া করার পরিবর্তে খেলনার সাথে মিথস্ক্রিয়া করে । কিন্তু এরপরেও যদি শিশু আপন মনেই খেলতে পছন্দ করে, তবে সচেতন হওয়া জরুরি। থেরাপি সেন্টারের বিশেষজ্ঞ পরামর্শ দিলেন দিয়ানাকে উপযুক্ত একটি প্রি-স্কুলে ভর্তি করানো জরুরি। কারণ থেরাপিস্ট, শিক্ষক এবং বাবা-মা একসঙ্গে কাজ করলে দিয়ানার অবস্থার উন্নতি হবে।

একজন থেরাপিস্ট ধাপে ধাপে শিশুর ভাষা ও সামাজিক বিকাশের উন্নতিতে সাহায্য করতে পারেন। ছবি ও কার্ড ব্যবহারের পাশাপাশি সামাজিক দক্ষতা চর্চায় সাহায্য করা, অঙ্গভঙ্গির ব্যবহার, কথা বলার পাশাপাশি ইশারার মাধ্যমে যোগাযোগ শেখানো শিশুকে সাহায্য করে ভাষা ও সামাজিক বিকাশে।

প্রি-স্কুলও শিশুর বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এতে সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশু অন্যদের দেখে শেখে এবং খেলাধুলার মাধ্যমে কথা বলার সুযোগ পায়। প্রারম্ভিক বিকাশ সহায়ক লার্নিংয়ের মাধ্যমে শিশুরা শিক্ষকরা শিশুকে গান, ছবি ও কথোপকথনের মাধ্যমে কথা বলতে শেখান। এছাড়া প্রতিদিন নির্দিষ্ট রুটিনে শেখার সুযোগ পেলে শিশু ধাপে ধাপে উন্নতি করে।

ট্রিপল থেরাপি কী
শিশুর ভাষা বিকাশের জন্য শুধু স্কুল যথেষ্ট নয়। এক্ষেত্রে ট্রিপল থেরাপি মডেল দারুণভাবে শিশুকে সাহায্য করতে পারে।

মূলত তিনটি স্তরে কাজ করে এই থেরাপি।

১। প্রথম স্তর হচ্ছে থেরাপি সেন্টারের সাপোর্ট। এতে বিশেষজ্ঞ থেরাপিস্ট মুখের ব্যায়াম করানো, সহজ শব্দ শেখানো এবং বিভিন্ন ধ্বনি অনুশীলন করানোর মাধ্যমে শিশুর ভাষাগত দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন। বাবা-মাকেও কিছু কৌশল শিখিয়ে দেওয়া হয় বাড়িতে অনুশীলন করানর জন্য।

২। প্রি-স্কুলের সাপোর্ট হচ্ছে দ্বিতীয় স্তর। এখানে শিক্ষকরা ভিজ্যুয়াল কার্ড ববহার করেন শিশুকে ছবি দেখে শব্দ শেখানোর জন্য। এছাড়া শিশুকে ছোট ছোট প্রশ্ন করা হয় যেন তারা উত্তর দিতে আগ্রহী হয়। অন্যান্য শিশুদের সঙ্গে ধাপে ধাপে তাকে যুক্ত করা হয় সামাজিক দক্ষতা বাড়ানোর জন্য।

৩। তৃতীয় ধাপ হচ্ছে পরিবারের সাপোর্ট। শিশুকে দিনে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট নিরবচ্ছিন্ন সময় দিতে হবে বাবা-মায়ের। এই সময়ে কোনও টিভি বা ফোন থাকবে না। গল্প পড়তে পড়তে বা খেলতে খেলতে শিশুকে কথা বলার সুযোগ করে দিতে হবে। শিশুর কথা শেষ হতে না হতেই উত্তর দিয়ে দেবেন না। সে যদি শব্দ বলার চেষ্টা করে তবে তাকে সময় দিন ও ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। শিশুর যেকোনো কথা গুরুত্ব দিয়ে শোনা জরুরি। সপ্তাহে একদিন হলেও শিশুর শিক্ষকের সঙ্গে কথা বলুন ও শিশুর অগ্রগতি সম্পর্কে খোঁজ নিন। শিশুকে খেলাচ্ছলে শেখান। বাসার ছোট কাজগুলোর সঙ্গে শিশুকে যুক্ত করুন। যেমন রঙ ও আকৃতি অনুযায়ী সবজি ও ফল আলাদা করা।

লেখক: ইসিডি এডুকেটর, বাবুল্যান্ড আর্লি লার্নিং সেন্টার

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের