ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজি বলছে, গ্লিসারিন ও ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। ভিটামিন সি দূষণ ও সূর্যের অতিবগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। সূর্যের তাপ মেছতা, বলিরেখা ও ত্বক কালচে হয়ে যাওয়ার অন্যতম কারণ। জেনে নিন সূর্যের ক্ষতি থেকে ত্বক রক্ষা করতে কোন কোন ঘরোয়া প্যাক কার্যকর।
- নিস্তেজ এবং তৈলাক্ত ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন শসা। ধুয়ে শসাকে ছোট টুকরো করে কেটে একটি পাত্রে ৫-৭ মিনিটের জন্য গরম করুন। ফুড প্রসেসর বা ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন। তরলটি একটি পরিষ্কার স্প্রে বোতলে নিতে মুখে এবং হাতে টোনার হিসেবে ব্যবহার করুন।
- দুই চা চামচ গোলাপজল ও ১ চামচ ভিটামিন সি পাউডার মিশিয়ে নিন। আরও মেশান ১ চা চামচ টক দই। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এই প্যাক।
- ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে গ্লিসারিন ও লেবুর ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এক চামচের মতো গ্লিসারিনের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে তা দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। প্রতি রাতে শোওয়ার আগে এই প্যাকটি দিয়ে মুখ পরিষ্কার করে তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। এই ফেস প্যাক ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেবে না।
- একটি খোসা ছাড়ানো শসা ব্লেন্ড করুন এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবার পিউরিতে ওটমিল এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। ১৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন ত্বকে। এরপর ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। শেষে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
- শসা ব্লেন্ড করে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টোনার বা ময়েশ্চারাইজার লাগান ত্বকে।