বেশিরভাগ কাপড়ই রুমের তাপমাত্রার অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানিতে ধোয়াই ভালো। এতে দীর্ঘদিন ভালো থাকে কাপড়। তবে দ্রুত ময়লা পরিষ্কারের পাশাপাশি জীবাণুমুক্ত রাখতে কিছু কাপড় গরম পানিতে কাপড় ধুয়ে নেওয়া যেতে পারে। জেনে নিন কোন কোন কাপড় গরম পানিতে ধোবেন, কোনগুলো ধোবেন না।
- গামছা, তোয়ালে বা বিছানার চাদর প্রতিদিন বা নিয়মিত ব্যবহার করা হয়। ফলে এগুলোতে সহজেই জীবাণু বাসা বাঁধে। তাই সম্ভাব্য সংক্রমণ এড়াতে এই এগুলো গরম পানি ব্যবহার করে ধুতে পারেন।
- এমন অনেক কাপড় বা পোশাক থাকতে পারে, যেগুলিকে স্যানিটাইজ করা প্রয়োজন। যেমন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর গরম পানিতে পোশাক ধুয়ে নেওয়া যেতে পারে। এতে জীবাণু সংক্রমণ এড়ানো যায়।
- গরম পানিতে পরিষ্কার করতে পারেন সাদা পোশাক। তবে ফেব্রিক পাতলা হলে খুব বেশি গরম পানিতে ধোবেন না।
- গরম পানি উলের ফাইবারকে সংকুচিত করে এবং পোশাকের আকার নষ্ট করে দিতে পারে। তাই উলের পোশাক কখনও গরম পানিতে ধোবেন না।
- সুতির পোশাক সাধারণত গরম পানিতে ধোয়া যায়, তবে খুব বেশি গরম পানিতে না ধোয়াই ভালো, কারণ এতে রঙ হালকা হয়ে যেতে পারে।
- কিছু সিনথেটিক ফেব্রিক যেমন রেয়ন বা ভিস্কোজ কাপড় গরম পানিতে সংকুচিত হতে পারে। তাই এগুলো স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করে পরিষ্কার করুন।
- গরম পানি সিল্কের উজ্জ্বলতা কমিয়ে দিতে পারে এবং পোশাকের গঠন নষ্ট করতে পারে। এগুলো তাই গরম পানিতে ধোবেন না।
- কিছু পোশাকের ক্ষেত্রে কাপড়ের লেবেলে ধোয়ার জন্য তাপমাত্রা উল্লেখ করা থাকে, তাই পোশাক ধোয়ার আগে লেবেল দেখে নেওয়া ভালো।