বর্ষার এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়ে পোকামাকড়ের প্রকোপ। ঘুমানোর সময় যদি প্রায়ই শরীর চুলকায়, তবে হতে পারে এটি ছারপোকার কামড়। ছোট্ট এই রক্তখেকো পোকা বাসা বাঁধে বিছানা, বালিশ, গদি বা সোফায়। এমনিতে এদের দেখা যায় না, তবে সুযোগ পেলেই কামড়ে রক্ত খেয়ে নেয়। জেনে নিন এই পোকা দূর করার কিছু টিপস।
- বিছানার তোষক, ম্যাট্রেস, চাদর ঘণ্টাখানেক রোদে দেওয়ার পর একটি বড় কর্পূরের টুকরো কাপড়ে মুড়ে বিছানা ও ম্যাট্রেসের মাঝামাঝি রেখে দিন। বন্ধ হবে ছারপোকার উপদ্রব।
- নিমের তেল বিছানার ফাঁকফোকরে ভালোভাবে লাগিয়ে দিন। গন্ধে দূর হবে বিরক্তিকর ছারপোকা। এছাড়াবিছানার নিচে শুকনা নিমপাতা রেখে দিলেও উপকার পাবেন।
- তোষক, বিছানা, বালিশ, এবং আলমারিতে থাকা সবকিছু কড়া রোদে দিতে হবে মাঝে মাঝেই।
- ম্যাট্রেসে ছারপোকা ঢুকলে একটি পদ্ধতি মেনে দূর করতে পারেন। এক কাপ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেভেন্ডার অয়েল জগে দিয়ে খুব ভালো করে ঝাঁকাতে হবে। মিশ্রণটি তৈরি হওয়ার পর চালনি দিয়ে ম্যাট্রেসের উপরিভাগে সময় নিয়ে ঐ উপকরণগুলো ছিটিয়ে দিন। সময় দিন যেন ম্যাট্রেসের চারপাশে ঐ মিশ্রণ পৌঁছে যেতে পারে। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ম্যাট্রেসে ছিটানো উপকরণগুলো পরিষ্কার করে ফেলুন। ছারপোকা দূর হয়ে যাবে। তবে আপনার ম্যাট্রেসটি যদি ৭-৮ বছর পুরনো হয়, তাহলে সেটি বাদ দিয়ে নতুন ম্যাট্রেস কেনাই ভালো।
- দেওয়াল থেকে বিছানা বা সোফা যতটা সম্ভব দূরে রাখুন, ছারপোকার উপদ্রব কমবে। ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিন স্প্রে করতে পারেন।
- চাদর কাঁথা বালিশের কাভার গরম পানি ও বেকিং সোডা দিয়ে ধুয়ে নিন।