X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকার ঐতিহ্য ‘ঘুগনি’

বেনজীর আহমেদ সিদ্দিকী
১৮ মে ২০২০, ১৭:৩১আপডেট : ১৮ মে ২০২০, ১৮:০৯
image

রোজার মাসে পুরান ঢাকার বিভিন্ন গলি ও রাস্তায় হরেক রকমের মজাদার ও ঐতিহ্যবাহী ইফতারের পসরা বসে যা ‘শাহী ইফতারি’ নামে পরিচিত। ঐতিহ্যের অংশ হিসেবে পুরনো ঢাকার প্রায় সব জায়গায় ইফতারের সময় মচমচে মুড়ির সাথে তেহারি, বিভিন্ন রকমের মাংস ও ডিমের কাবাব, চপ, জিলাপি এবং মসলার সাথে অন্যতম উপকরণ হিসেবে ব্যবহৃত হয় ঘুগনি। 

পুরান ঢাকার ঐতিহ্য ‘ঘুগনি’

ঘুগনি সারাবছর ঝালমুড়িওয়ালাদের কাছে পাওয়া গেলেও রমজানের সময় এটা আলাদা গুরুত্ব দিয়ে বিক্রি করা হয় এবং অনেকেই আগ্রহ করে কিনে ঠোঙ্গায় ভরে বাসায় নিয়ে যান। 

ছোলা বা সাদা মটরের ডাল, আলু, লবণ বা বিটলবণ, তেজপাতা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ও বিভিন্ন মসলা দিয়ে কাঠ বা গ্যাসের চুলায় দীর্ঘক্ষণ জ্বাল দিয়ে ঘন করার পর ভাজা শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে পরিবেশিত মজাদার ঘুগনির সঠিক উৎপত্তিস্থল সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা পাওয়া যায় যে, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার বা ওড়িশাতে এর উৎপত্তি। এই অঞ্চলগুলোতে সান্ধ্যকালীন নাস্তায় ঘুগনি হরহামেশাই খাওয়া হয়। ওড়িশা ও বিহারের অনেকে ঘুগনিকে রাগদা বলে। কোলকাতায় বিভিন্নভাবে ঘুগনি পরিবেশিত হয়। তবে খাসি বা মুরগির মাংসের কিমা অথবা টুকরো দিয়ে পরিবেশিত ঘুগনি ‘কোলকাতা ট্রেডমার্ক’ হিসেবে পরিচিত।  
ঘুগনির জনপ্রিয়তা পুরনো ঢাকার হাজারিবাগ, লালবাগ, পোস্তা, চকবাজার, বংশাল, সূত্রাপুর ও অন্যান্য জায়গা ছাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে। বিশেষ করে রোজা এলেই এর কদর যেন অন্য উচ্চতায় পৌঁছায়।  
করোনার কঠিন সময়ে আগের মতো এবার পাড়া মহল্লায় জমজমাট ইফতারের বাজার বসেনি। পাওয়া যাচ্ছে না ভালোলাগা-ভালোবাসার ঘুগনির ঠোঙ্গা। ঘরে বসেই তাই বানিয়ে নিতে পারেন মজাদার ঘুগনি। জেনে নিন রেসিপি।

পুরান ঢাকার ঐতিহ্য ‘ঘুগনি’
উপকরণ
মটর ডাল- ১ কাপ
পেঁয়াজ- ১টি (কুচি)
তেল- ১ টেবিল চামচ
আলু- ১টি
লবণ- স্বাদ মতো
আদা বাটা- ১/২ চা চামচ
রসুন বাটা- ১/২ চা চামচ
চটপটি মসলা- ১ টেবিল চামচ
চিলি ফ্লেকস- ১/২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/৩ চা চামচ
ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি

ডাল ১/২ চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে আধ ভাঙা করে নিন। পেঁয়াজ কুচি তেলে ভেজে আদা-রসুন বাটা, হলুদ এবং পানি দিয়ে কষান। মটর ডাল ও আলু দিয়ে একটু কষিয়ে ১/২ কাপ পানি দিয়ে দিন। শুকিয়ে আসলে চটপটির মসলা ও চিলি ফ্লেক্স দিন। ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা