X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঘরে থাকা গাছের যত্ন

আনিকা আলম
২৯ অক্টোবর ২০২০, ২০:৩৫আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২০:৩৮

বারান্দায় বা ছাদে থাকা গাছের তুলনায় ঘরে থাকা গাছের খানিকটা বেশি যত্ন প্রয়োজন। সঠিক পরিচর্যা না পেলে ইনডোর প্ল্যান্ট সহজেই নেতিয়ে পড়ে এবং পাতা হলুদ হয়ে ঝরে যায়। এছাড়াও দেখা দিতে পারে পোকার সমস্যা। জেনে নিন ইনডোর প্ল্যান্টের যত্ন সম্পর্কে।

ঘরে থাকা গাছের যত্ন

  • গাছে নির্দিষ্ট পরিমাণে পানি দিন। খেয়াল রাখুন যেন সারারাত গাছের গোড়ায় পানি জমে না থাকে। এতে গাছের গোড়া পচে যেতে পারে। ঘরে থাকা গাছে প্রতিদিন পানি না দিলেও চলবে। মাটিতে ভেজা ভাব থাকলে পানি দেওয়ার দরকার নেই। 
  • গাছে পানি দেওয়ার আদর্শ সময় ভোরবেলা এবং বিকেলে। কারণ এই সময় রোদের তেজ কম থাকে। 
  • যে ঘরে আলো-বাতাস চলাচল করে, সেখানে গাছ রাখুন। খুব অন্ধকার ঘর কিংবা যেখানে বেশি রোদ আসে সেখানে গাছ রাখবেন না। গাছের নতুন চারা অবশ্যই বারান্দায় বা যেখানে আলো-বাতাস আসে, সেখানে রাখুন। এতে চারা ঠিকমতো বাড়বে এবং গাছে ফাংগাসও হবে না। যে ঘরে এসি চলে বা রুম টেম্পারেচার ঘন ঘন বদলে যায়, সেরকম ঘরে গাছ না রাখাই ভাল। এতে সহজে গাছের পাতা ঝরে পড়ে যায়।
  • গাছ অতিরিক্ত রোদ পেলে অনেকসময় পাতার সামনের অংশ শুকিয়ে কুঁকড়ে যায়। এছাড়া ফুল বা পাতার রঙ হালকা হয়ে যেতে পারে। এরকম হলে গাছ সরাসরি রোদে না রেখে অপেক্ষাকৃত ঠাণ্ডা জায়গায় সরিয়ে রাখুন।
  • ঝরে পড়া ফুল, শুকনো পাতা টবের মধ্যে যেন জমে না থাকে। টব সবসময় পরিষ্কার রাখুন। এতে গাছ ভালো থাকবে। 
  • গাছের পাতায় ধুলো জমলে শুকনো সুতির নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে হালকা হাতে পাতাগুলো মুছে দিন। গাছে ছোট ছোট অনেক পাতা থাকলে স্প্রে বোতলে পানি ভরে স্প্রে করে পরিষ্কার করুন।
  • একসঙ্গে অনেক গাছ পরিষ্কার করতে চাইলে শাওয়ারের তলায় গাছগুলো রাখুন। তবে পরিষ্কার করার আগে  গাছের গোড়ার অংশ ও তার চারদিক প্লাস্টিক দিয়ে র‌্যাপ করে নিন। নাহলে গাছের মাটি ধুয়ে নষ্ট হয়ে যেতে পারে।
  • নাইট্রোজেন, ফসফেট ও পটাশ রয়েছে এরকম লিকুইড প্ল্যান্ট ফুড দিতে পারেন ঘরে থাকা গাছে। তবে অতিরিক্ত দেবেন না।
  • গাছকে পোকামাকড়ের অত্যাচার থেকে বাঁচাতে পানিতে অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে দিন। অ্যাসপিরিনের স্যালিসিটিক অ্যাসিড গাছের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে গাছের পাতায় মাঝেমধ্যে স্প্রে করে দিন।

তথ্য- সানন্দা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্স, বের হচ্ছে না পুলিশের ভয়ে
পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্স, বের হচ্ছে না পুলিশের ভয়ে
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি