X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

উজান বই আলোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাহিত্য ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১১:৪৬আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১:৪৬

উজান বই আলোচনা প্রতিযোগিতায় ২০২১-এর বিজয়ী ও নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিজয়ী তিনজন এবং নির্বাচিত দশজনের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, দেশের মানুষের জ্ঞানভাণ্ডার এবং চেতনার জগৎকে সমৃদ্ধ করার জন্য সংস্কৃতি-সাহিত্য-শিল্প এবং ভাবের আদান-প্রদানের কোনো বিকল্প নেই।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্কের নানা দিক তুলে ধরে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আগামীতেও কোরিয়ার সাহিত্য ও সংস্কৃতির নানা উপাদান নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশের এবং বাংলা ভাষার সাহিত্য কোরিয়ার ভাষায় অনুবাদের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদা অনুবাদের নানা দিক তুলে ধরেন। বিশ্বমানবের প্রথম ভাষা অনুবাদ বলেই জানান তিনি। কোরিয়া এবং বাংলাদেশের সাহিত্যের অনুবাদের ক্ষেত্রে বাংলা একাডেমি সামনের দিনগুলোতে উদ্যোগ নেবে বলে আশ্বস্ত করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান উজানের সমন্বয়ক সুলতান আহম্মেদ বলেন, আমরা বিভিন্ন দেশের সংস্কৃতি ও সাহিত্যের সাথে বাংলাদেশের পাঠক-সমাজের একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার কাজকে তরান্বিত করতে চাই।

এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সরোজ মোস্তফা, ইলিয়াস বাবর এবং মাজেদা মুজিব। যাদের আলোচনা নির্বাচিত হয়েছে তারা হলেন, মিলু হাসান, জাহিদ সোহাগ, সিরাজুম মুনিরা, সম্প্রীতি মল্লিক, অলাত এহসান, হারুন সুমন, রুম্মানা জান্নাত, ফাহাদ হোসেন, হাসান জামিল, আবিদা তাহসিন প্রমি।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীর হাতে ১০ হাজার টাকার চেক এবং অভিনন্দনপত্র তুলে দেন অতিথিরা। নির্বাচিতদের প্রত্যেককে দেওয়া হয়েছে ৫ হাজার টাকা মূল্যমানের বইয়ের কুপন।   

প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’ থেকে প্রকাশিত ষড়ৈশ্বর্য মুহম্মদ সম্পাদিত ‘কোরিয়ার গল্প’ এবং ছন্দা মাহবুবের অনুবাদে ‘কোরিয়ার কবিতা’ বই দুটি ছিল এবারের আয়োজন। বই দুটির প্রকাশনা এবং প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট কোরিয়া।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এপ্রিলে সড়কে ৫৮৮ জনের প্রাণহানি, আহত ১১২৪
এপ্রিলে সড়কে ৫৮৮ জনের প্রাণহানি, আহত ১১২৪
নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল
নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল
ঝটিকা মিছিল: সাবেক এমপিসহ গ্রেফতার আরও ৭
ঝটিকা মিছিল: সাবেক এমপিসহ গ্রেফতার আরও ৭
সব দলকে ডেকে আলোচনার টেবিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতো: এ্যানি
সব দলকে ডেকে আলোচনার টেবিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতো: এ্যানি
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ