শুক্রবার সুন্দরবনে প্রথমবারের মতো এক অভিনব অনুষ্ঠান “বর্ষা উৎসব” আয়োজন করেছে পিয়ালি ইকো রিসোর্ট এন্ড কালচারাল সেন্টার।
সুন্দরবনের বন, নদী, মানুষকে কবিতায় মুগ্ধ করেছেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র নারী কবিগণের স্বরচিত বর্ষার কবিতা পাঠ এবং সুন্দরবনের ঐতিহ্য পটের গান, লোকসংগীত, নাচ এবং জারি গান।
কবি দিলারা হাফিজ, কবি জুনান নিশাত, কবি আইরিন জামান, কবি সাবেরা তাবাসসুম, কবি শাকিরা পারভীন সুমা ও কবি আঁখি সিদ্দিকা তাদের স্বরচিত বর্ষার কবিতা পাঠের মধ্য দিয়ে বর্ষাকে আহ্বান জানান।
এছাড়া সুন্দরবন সংলগ্ন বুড়ির ডাবুর এলাকার পটের গানের “বনফুল” দলের সদস্য কৃষ্ণা সরকার, মিলি সরকার, প্রিয়া সরকার, সুচিত্রা সরকার, রিপু মন্ডল, সঙ্গীতা ঢালি, নিত্যানন্দ রায়, তারক মন্ডলও সুন্দরবনের ওপর পটের গান, বনবিবির গীত, বাঘের ওপর জারিগান ও সুন্দরবনের বৃক্ষ, বর্ষা বন্দনা সহ নৃত্য পরিবেশন করেন।
পিয়ালি ইকো রিসোর্ট এন্ড কালচারাল সেন্টারের চেয়ারম্যান আঁখি সিদ্দিকা বলেন— পিয়ালি ইকো রিসোর্ট কেবল একটি রিসোর্ট নয়, একটি স্বপ্ন, সংস্কৃতি চর্চা কেন্দ্রও। আমি বিশ্বাস করি বাংলার লোকজ সংস্কৃতি চর্চার এই উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎসব। তরুণ প্রজন্মকে বাংলার ষড়ঋতু চেনানো, ঋতুভিত্তিক ফুল, ফল, জলবায়ুর পরিবর্তনের প্রভাব জানতে এই উৎসব জরুরি ।