X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তানাইস পেলেন কার কাস রিভিউ পুরস্কার

সাহিত্য ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ১৬:৩৩আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৮:৩২

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক তানাইস এবছর কার কাস রিভিউ পুরস্কার পেয়েছেন।

নন-ফিকশন ক্যাটাগরিতে ‘ইন সেন্সোরিয়াম : নোটস ফর মাই পিপল’ বইয়ের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

তানাইস ব্রুকলিন-ভিত্তিক প্রসাধনী প্রস্তুতকারী কোম্পানি তানাইসের (TANAÏS) প্রতিষ্ঠাতা। প্রসাধনী কাঠামোকে কেন্দ্র করে তিনি সমাজের নারী, লিঙ্গ এবং বিভিন্ন বর্ণের মানুষের সঙ্গে সম্পর্কিত দিকগুলো তার বইতে তুলে ধরেন।

এছাড়া কথাসাহিত্যে হার্নান দিয়াজের উপন্যাস ‘ট্রাস্ট’ এবং তরুণপাঠক ক্যাটাগরিতে হারমনি বেকারের ‘হিমাওয়ারী হাউস’ পুরস্কার পান।

গত বৃহস্পতিবার অস্টিন সেন্ট্রাল লাইব্রেরিতে কার কাস রিভিউ তাদের ‘নবম বার্ষিকী কার কাস পুরস্কার ২০২২’-এর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করে।

পুরস্কারপ্রাপ্ত তিনটি বইয়ের প্রচ্ছদ গত বছরে কার কাস স্টার পাওয়া ১৪৩৬টি বই থেকে গত মাসে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে এই তালিকা থেকে ৫০ হাজার ডলার মূল্যের ‘কার কাস রিভিউ পুরস্কার’ ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

‘সাহসী মনোভাব, উদ্ভাবনশীলতা, দৃষ্টিভঙ্গি এবং গীতিমূলক আখ্যানের জন্য আমরা তানাইসের নন-ফিকশনটিকে নির্বাচন করেছি। সুগন্ধি এবং ঘ্রাণের কাঠামো ব্যবহার করে তিনি আমাদের সমাজের নারী, লিঙ্গ এবং বিভিন্ন বর্ণের মানুষের সাথে সম্পর্কিত দিকগুলোর মুখোমুখি করেন। যা প্রলোভনসঙ্কুল, গুরুত্বপূর্ণ এবং অতুলনীয়।’ ‘ইন সেন্সোরিয়াম : নোটস ফর মাই পিপল’ বইটি নিয়ে এমন মন্তব্য করেন বিচারকরা।

হার্নান দিয়াজের নদী কেন্দ্রীক উপন্যাস ‘ট্রাস্ট’ নিয়ে বিচারকদের বিবৃতিতে বলা হয়, ‘এ বছর চূড়ান্তভাবে মনোনীত হওয়া উপন্যাসগুলো বেশ উত্তেজনাপূর্ণ ছিল। কিন্তু হার্নান দিয়াজের ‘ট্রাস্ট’ একাধিক দৃষ্টিকোণ এবং ফর্ম ব্যবহার করার মাধ্যমে উপন্যাস যে কী করতে পারে তা দেখিয়েছেন।’

তরুণপাঠক সাহিত্য নিয়ে বিচারকের বিবৃতিতে বলা হয়, ‘হারমনি বেকারের হিমাওয়ারী হাউসকে গ্রাফিক নভেল কনভেনশনের অসাধারণ দক্ষতা এবং আবেগের অনুরণিত এর উপলব্ধিমূলক অনুসন্ধানের জন্য নির্বাচিত করা হয়েছে। পরিবার, বন্ধুত্ব এবং আত্মপরিচয় সম্পর্কিত চিরকালীন প্রাসঙ্গিক থিম এটি। বইটির প্রামাণিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং লেখকের সৃজনশীল উপস্থাপনা উভয়ের মধ্যেই প্রখরতা দীপ্তমান যা সমস্ত পাঠককে আকর্ষণ করে।’

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ