X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান

সাহিত্য ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১৭:২৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:৩৩

আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২ পেয়েছেন- ‘সন্দেহ হবে না কেন’ কাব্যগ্রন্থের জন্য কবির কল্লোল, কথাসাহিত্যে মাসউদ আহমাদ ‘দূর পৃথিবীর গন্ধে’ গল্পগ্রন্থের জন্য, ‘কৈবর্ত জাতিবর্ণের ইতিহাস’ গ্রন্থের জন্য প্রবন্ধ ও গবেষণা বিভাগে নিবেদিতা রায় এবং ‘কং পাহাড়ে শয়তান’ গ্রন্থের জন্য শিশু ও কিশোর সাহিত্যে মাহফুজ রহমান।

দুদিনব্যাপী এবারের আয়োজনে গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘কবিতা ও কথন’ শীর্ষক কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান। এই আয়োজনে বিগত বছরে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ বিজয়ী কবি ও লেখকরা অংশগ্রহণ করেন।

গতকাল ২৮ জানুয়ারি শনিবার বিকেলে পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেছেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান। বিজয়ী লেখক ও কবিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন ‘ আমি অনেক আনন্দিত আপনাদের মাঝে আসতে পেরে। কালি ও কলমের প্রথম সংখ্যা থেকেই আমি পড়ি, কালি ও কলম আমার মনের খোরাক। আমি বিশ্বাস করি, নতুন লেখকরা তাঁদের আরও অনেক সৃষ্টি  দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে আর আমার মতো পাঠকদের উজ্জীবিত করবে। এছাড়া উপস্থিত ছিলেন এবারের বিচারকমণ্ডলী ইমদাদুল হক মিলন, আবুল মোমেন ও খালেদ হোসাইন। এছাড়া কালি ও কলম সম্পাদক সুব্রত বড়ুয়া, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার এবং কালি ও কলম প্রকাশক আবুল খায়ের মঞ্চে উপস্থিত ছিলেন। জনাব শাহ এ সারওয়ার  বলেন ‘কালি ও কলমের এই মহৎ উদ্যোগে তিন বছরের সহযাত্রী দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক আইএফআইসি। আমরা সবসময় শিল্প-সাহিত্য চর্চাকে উৎসাহিত করে এসেছি। আইএফআইসি বিশ্বাস করে একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সেই দেশের মানুষের মনন বিকাশের কোনো বিকল্প নেই। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে’।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অনুসরণে শুভাশিস সিনহার নাট্যরূপ ও নির্দেশনায় ‘কহে বীরাঙ্গনা’ পরিবেশিত হয়।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা