X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
কবিতা

ত্রি-দশা পদার্থ

খায়রুল বাকী শরীফ
১২ অক্টোবর ২০২১, ০২:১২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:১২

ত্রি-দশা পদার্থ

আমার অভ্যন্তরে সব আছে,
তুমি জীন দাও—আমি তাই দেবো
যা যা তুমি চাও; জল দেবো, প্রাণ দেবো, দেবো দেবতাদের চরণের পবিত্র যত ফুল ও ফল। 

আমি কিছুদিনের সহর্ষ দেবো
আবার আমিই গ্রহণ করব আবেদন শেষে, 
কিংবা আবেদন-পূর্ণতায়। 

আমি জন্মাতে পারি অভিযোগ, পারি সমাধানের প্রতিষেধক।
আমার ত্বকে তোমাদের জীবনের অক্সিজেন।
 
আমি হই ইমারত, হতে পারি পর্বত, ধারণ করি সমুদ্রের জল ও বল। 
অবস্থার প্রেক্ষিতে আমি রূপান্তরিত। 
নরমে সব হই, গরমে ভেঙে যাই বা কঠিন।

 

জন্মঘড়ি

জন্ম হয়েছিল বলে আমাকে জন্মাতে হয়নি।
জন্মঘড়ি বন্ধ হ'লে জন্ম হয় আয়ু-সংখ্যার।

ডাহুকসন্ধ্যায় আমি এসেছিলাম—একপৃথিবী আগামী নিয়ে। 
আকাঙ্ক্ষার আলো জ্বেলে পূর্ণতায় ফুটিয়েছ বনজুঁই, আবার 
বসন্তবেলায় কেউ দিয়েছে আমাজনের দাবানল। বেলুন-সন্ধ্যায় 
কেক উৎসব ডেকে আনে ঘুঘু-ডাকা দুপুর।

হিজল-সকাল পায়ে মেখে ছুটে চলে গাঁয়ের ফুলপাখি;
জন্মের আনন্দে ঝুলে থাকে বাসরলতা ও সোনালু ফুল।

হে বিকেল, তুমি কাল এসো—তোমাকে সকালের রোদে দোয়েলের 
শিস শোনাবো; ফড়িং নাচে ভুলে যাবে জন্মঘড়ি।

 

বয়স

তুমি কেবলই একটা সংখ্যা মাত্র। বিবর্তনের সাথে ধারণ করো রঙিন কতগুলো বিশেষ্য—বারো-তেরো,
ষোলো-সতেরো, চল্লিশ ও পঞ্চাশ। 

শতক হলেও কেউই... অযুত স্পর্শ করতে পারে না।
সৃষ্টি থেকেই তুমি ঊর্ধ্বগামী; যার কোনো অবনমন নেই, আছে স্থিরতা।
 
প্রতিটি আবর্তে তুমি এক একটা রঙিন কেক। উদযাপনের বেলুনও তোমাকে নামাতে পারে না।

এক, দুই, তিনে তুমি নির্ভরশীল; ষোলো-সতেরো কিংবা বিশে চির দুর্বিনীত ও সহর্ষ একটা গোলাপ।
সত্তর আশিতে আবার নির্ভরশীলতার দিকে। 

আমার সৎকাজের অবনি তোমাকে উপহার দেবো—
না থেমে, তুমি শুধু চলতে থাকো।

/জেডএস/
সম্পর্কিত
প্রিয় দশ
প্রিয় দশ
দোআঁশে স্বভাব জানি
সর্বশেষ খবর
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ