X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আমুস'- এর কমিটি গঠন

ইফতেখার আহমেদ ফাগুন
২৪ জুন ২০১৬, ১৬:২০আপডেট : ২৪ জুন ২০১৬, ১৬:২৬
image

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আমুস’ এর কমিটি গঠন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)’- এর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা করা হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন শুভাশীষ রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন আবুল বাশার জুয়েল। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের ছাত্র। আমুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক আহমাদ রাসেল কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।

সভাপতি শুভাশীষ রায়ের বাবা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। এদিকে আবুল বাশার জুয়েলের বাবা সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মো. উমর আলী ৫ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কমিটি ঘোষণার পর আমুসের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক, রেজিস্টার, সহকারী রেজিস্টার, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ ঋত্বিক দেব অপুসহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলমের সঙ্গেও দেখা করেন আমুসের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বিশ্বিবদ্যালয়ের প্রবীন শিক্ষক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এবং অর্থ ও হিসাব শাখার কর্মকর্তা ও সিকৃবির প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধার সন্তান সুমিত সরকার। এ সময় মাননীয় উপাচার্য নেতৃবৃন্দকে শুভকামনা জানানোর পাশাপাশি মুক্তবুদ্ধি চর্চা ও পড়াশোনায় মনোনিবেশ করতে উপদেশ দেন। সভাপতি শুভাশীষ রায় তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণে এবং মুক্তিযোদ্ধাদের এবং তাদের সন্তানদের সাহায্যে তিনি কাজ করে যাবেন। তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি স্থাপনের অনুরোধ করেন।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!