X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পুনরায় দিতে হবে চবি সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা, আগের ফল বাতিল

এম.এইচ. নিলয়
১২ নভেম্বর ২০১৬, ১৮:৩৪আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:৩৬
image

৩১ অক্টোবর অনুষ্ঠিত সি-৩ (বিজ্ঞান শাখা) ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে আগামী ২৫ নভেম্বর (শুক্রবার) সকালে পুনরায় এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন,গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়া ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে সি-৩ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কারিগরি ত্রুটি থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমাদের নজরে আসে। পরে ওই ইউনিটের সাক্ষাৎকার স্থগিত করি। ৩ নভেম্বর তদন্ত কমিটি গঠন করি। বুধবার কমিটির প্রতিবেদন জমা দিলে তার পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিল করে আবারও ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই পরীক্ষা আগামী ২৫ নভেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, গত পরীক্ষায় প্রশ্ন প্রণয়ন কমিটির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে আগামী ২৫ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষা প্রক্রিয়ায় জড়িত কোনও কমিটিতে রাখা হবে না। সম্পূর্ণ নতুন কমিটি গঠন করা হবে এই পরীক্ষার জন্য। এই পরীক্ষার বিস্তারিত সময়সূচী বিশ্ববিদ্যালয়ের  নিজস্ব ওয়েবসাইটে জানানো হবে।

যাদের অসর্তকতার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু অসতর্কতার কারণে এই সমস্যা  হয়েছে,এতে কোনও ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। সেক্ষেত্রে শাস্তির কোন প্রশ্নই আসে না। এই ইউনিটের পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে যারা ছিলেন তারা অত্যন্ত সৎ এবং যোগ্য। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করেছেন। পরীক্ষায় কোন ধরনের জালিয়াতি হয়নি। শুধুমাত্র অসতর্কতার কারণেই প্রশ্নেপত্রে এ ধরনের সমস্যা হয়েছে। এটি সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটি বলেও জানান তিনি।

এর আগে গত ৩১ অক্টোবরের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর ঝাপসা করে দেওয়ার অভিযোগ ওঠায় পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার স্থগিত করে অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদকে প্রধান ও সহকারী প্রক্টর হেলাল উদ্দীন আহমেদকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে। উক্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। চার কার্যদিবসের মধ্যে কমিটি ২ পৃষ্ঠার প্রতিবেদন বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে জমা দেন। প্রতিবেদনে অনুষ্ঠিত হয়ে যাওয়া ভর্তি পরীক্ষাটি স্থগিত করে পুনরায় পরীক্ষা নেওয়ার সুপরিশ করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবরের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে উত্তর ঝাপসা করে দেওয়ার অভিযোগ উঠে যা বিভিন্ন গণমাধ্যমে আলোচিত ও সমালোচিত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার স্থগিত করে দেয়।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে ১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে ১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা