X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ মে ২০১৭, ১৪:১০আপডেট : ২৪ মে ২০১৭, ১৪:১৪

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এই পতিপাদ্যকে সামনে রেখে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বিজ্ঞান বিভাগ,পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘পরিবেশের সঙ্গে বাঙালীর ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, নীতি, নৈতিকতা, রাজনীতি, সমাজ, বিজ্ঞান ও রসায়নসহ বিভিন্ন বিষয় জড়িত। তাই কেবল বৈজ্ঞানিক ভিত্তিতে নয় বরং বাস্তবতার মধ্য দিয়ে এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।’

এ সময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ বলেন, ‘বিপর্যস্ত প্রাকৃতিক পরিবেশে বিশ্ব আজ জরাগ্রস্ত। বিশ্বায়ন আজ মানবসৃষ্ট পরিবেশে হুমকির মুখে। তাই আমাদের সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।’

উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কে মওদুদ এলাহী ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো.রইছউল আলম মণ্ডল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সাইন্স ডিপার্টমেনন্টের চেয়ারম্যান প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদফতর এর পরিচালক ড. সুলতান আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. গুলশান আরা লতিফা।

সেমিনারে পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অমিত কুমার বর্মন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামরুদ্দিন নুর ও ইকোনমিক্স বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর মহসিনুল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট