X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১৭:১৭আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৭:২২

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় সিনেট ভবনের সামনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘আমাদের জন্য আগস্ট একটি শোকাবহ মাস। এই আগস্ট মাসেই ইতিহাসের চরমনির্মমতাগুলো সংগঠিত হয়েছে। আর এই মাসেই ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়েছিল।’

এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রমুখ বক্তব্য দেন।

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন এদিকে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের দলীয় টেন্টে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘২১ আগস্ট প্রধানমন্ত্রী যখন সন্ত্রাসবিরোধী সমাবেশ করছিলেন ঠিক তখনি তাকে হত্যার উদ্দেশ্যে জামায়াত-বিএনপি যোগসাজসে গ্রেনেড হামলা করেছিল।’ 

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে দলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সজীব, গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিশু ও রেজাউর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের