X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবি এসিসিই বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৩

নোবিপ্রবি এসিসিই বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লায়েড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এসিসিই বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথমদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।  

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে উপাচার্য, বিভাগের শিক্ষকরা এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বক্তব্য দেন। এ সময় তিনি বলেন,‘শিক্ষা, গবেষণায় ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে নোবিপ্রবিকে এ প্রজন্মের একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছি। সে জন্য এখানে শিক্ষা ও গবেষণাখাতে বাজেট ৫ লাখ থেকে বাড়িয়ে ৪৩ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া ভৌত সুবিধা বৃদ্ধিকরণের চেষ্টার অংশ হিসেবে নোবিপ্রবিতে দেশের বৃহত্তম ৪ লাখ ৩৮ হাজার দুই’শ বর্গফুট আয়তনের একাডেমিক কামল্যাবভবন নির্মাণ করা হচ্ছে।’

উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন,‘চলতি অর্থবছরে গবেষণা কার্যের জন্য এসিসিই বিভাগকে ৭ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আগামীতে তা আরও বাড়ানো করা হবে।’

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা। অনুষ্ঠানে এসিসিই বিভাগের পক্ষ থেকে উপাচার্যসহ আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন, এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম ,ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও ঢাকার ফরাজী হাসপাতালের এমডি ডা. মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আগামীকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অ্যালামনাই গঠন, সভা, ফটোসেশন, ক্রীড়ানুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হবে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ