X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ২০:০৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২০:২৩

সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে নোবিপ্রবি কথাকাটাকাটির জের ধরে রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার একদিন পরও থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।

সোমবার (৬ নভেম্বর) শহর এলাকার মেসে অবস্থানরত নোবিপ্রবি শিক্ষার্থীরা ক্যাম্পাস আসতে না পারায় অধিকাংশ বিভাগের ক্লাস বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত বাস চলাচল করলেও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশের টংয়ের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর সঙ্গে সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির জের ধরে স্থানীয় রুমেল ও তুষারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী এরফানকে পিটিয়ে জখম করে। এ খবর বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় রুমেলের এবং বাংলা বাজারের তুষারের বাড়ি ভাঙচুর করে। এ ঘটনার জের ধরে স্থানীয়রা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে শিক্ষার্থীদের ধাওয়া করে। এসময় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এরপর  বহিরাগতদের হামলায় জেড মোড় নামক এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থালে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে নোবিপ্রবি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক সাকিব মোশাররফ ধ্রুব জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে ছাত্রলীগের কথা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এর আগে ৩ নভেম্বর তুষার নামের এক বহিরাগত কয়েকজন ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের র‌্যাগ দিলে এরফানসহ কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করে। এর জের ধরে রুমেল ও তুষারের নেতৃত্বে কয়েকজন স্থানীয় এরফানকে পিটিয়ে জখম করে।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ