X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:২১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬

শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু চত্বরে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।

বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু চত্বর ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, হল প্রশাসন,কর্মকর্তা কর্মচারীদের সংগঠন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন কমিটির উদ্যোগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ সভাপতিত্ব করেন। রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এসময় উপাচার্য বলেন, ‘হানাদার বাহিনী পরাজিত নিশ্চিত জেনে এ দেশের দোসরদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করেছিল এ দেশের সূর্যসন্তানদের। নতুন বাংলাদেশকে মেধা ও মননে পঙ্গু করে দিতে তারা এই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা করেছিল, যার ক্ষতি পূরণ হওয়ার নয়।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং আলোচক হিসেবে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি বক্তব্য রাখেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল