X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কুবি শিক্ষক সমিতির নির্বাচন কমিশনকে আইনি নোটিশ

কুবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ১৯:০৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:১২

কুবি শিক্ষক সমিতির নির্বাচন কমিশনকে আইনি নোটিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দুই শিক্ষকের নাম বাদ পড়ায় তাদের পক্ষ থেকে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওয়ায়েস আল-হারুনি।

নোটিশে বলা হয়, কুবি শিক্ষক সমিতির ২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন ২ জানুয়ারি, ২০১৮ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ৩ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচনের খসড়া ভোটার তালিকা ও ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু ওই ভোটার তালিকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও ড. দুলাল চন্দ্র নন্দীকে অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কারণে তারা আইনের শরণাপন্ন হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইনুল হক এবং দুই নির্বাচন কমিশনার হুমায়ুন কায়সার ও মো. সাহেদুর রহমানের নাম উল্লেখ করে পাঠানো নোটিশটির অনুলিপি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, কুবি উপাচার্য ও কুবি রেজিস্ট্রার বরাবর।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যেন আমরা নির্বাচন করতে না পারি। তাই আমরা বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

শিক্ষক সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইনুল হকের কাছে নোটিশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নোটিশ হাতে পেয়েছি। যথাসময়ে এর জবাব দেওয়া হবে।’

ভোটার তালিকায় কেন ওই দুই শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করা হয়নি— এমন প্রশ্নের জবাবে আইনুল হক বলেন, ‘শিক্ষক সমিতির সভায় ওই দুই শিক্ষকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। সে কারণেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার ওয়ায়েস আল-হারুনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন যদি চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব না দেয়, তাহলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এমডিপি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার