X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জবির আড়িয়াল বাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

জবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৫
image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাওয়াগামী আড়িয়াল বাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ (২২ শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুুুুষ্ঠিত হয়। এতে বাসে চলাচলকারী শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন, কলা ভবন হয়ে আবার শান্ত চত্ত্বরে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

জবির আড়িয়াল বাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়ামিন, জসিমসহ কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, শিক্ষার্থীদের বাসে সাধারণ যাত্রী কিংবা স্থানীয়রা প্রায়ই ওঠার চেষ্টা করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে সাধারণ যাত্রীদের উঠতে বাধা দিলে তারা শিক্ষার্থীদের উপর ক্ষেপে যান। যার চূড়ান্ত রূপ গত ২০ তারিখের হামলা। তারা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে আড়িয়াল বাসের চালক ইসহাক বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২০ ফেব্রুয়ারি বিকাল ৫ টার দিকে আড়িয়াল বাসটি দ্বিতীয় ধলেশ্বরী সেতুর উপর জ্যামে আটকা পড়লে কয়েকজন শিক্ষার্থী বাস থেকে নেমে জ্যাম ছাড়ানোর চেষ্টা করে। এ সময় সোহেল রানা নামে এক ব্যক্তি এসে শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং শাসায়। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে রানা এবং ইমরানসহ আরও কয়েকজন মিলে ছাত্রদের উপর চড়াও হয় এবং আড়িয়াল বাসে হামলা করে। এমনকি বাসের ভেতর বসে থাকা ছাত্রছাত্রীরাও তাদের হাত থেকে রেহায় পায় নি।

হামলায় একাউন্টিং দশম ব্যাচের লোটাস, ইতিহাসে বিভাগের সোহাগ (৮ম ব্যাচ),সম্রাট (ফিন্যান্স ১০ম ব্যাচ), নাঈম (১২ তম ব্যাচ) সহ প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে পরিবহন দপ্তরের প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাটির বিষয়ে আমরা অবগত আছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাংচুর করা হয়েছে এবং শিক্ষার্থীদের লাঞ্ছিত করা হয়েছে। তবে একই সময় মাননীয় যোগাযোগ মন্ত্রী যাচ্ছিলেন ঐ রাস্তা দিয়ে। তখন তিনি ঘটনা শুনে পুলিশকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলেন। তখন উনারা সিরাজদিখান থানার পুলিশের সহয়তায় ঘটনাস্থল থেকে হামলাকারীদের না পেয়ে একটি মোটরসাইকেল ও একটি গাড়ি আটক করে। এ বিষয়ে আমাদের প্রশাসনও খুব দ্রুতই পদক্ষেপ নেবে। বাসটি এখন আমাদের ক্যাম্পাসে এনে রাখা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন,'আমরা বিষয়টি ভিসি স্যারকে অবহিত করেছি। তিনি মামলা করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।'

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মাওয়াগামী আড়িয়াল বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এক প্রাইভেটকার চালক ও তার দলবল।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা