X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় হাবিপ্রবিতে আনন্দ শোভাযাত্রা

হাবিপ্রবি প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৮:০৫আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৮:১৪
image

জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি দেওয়া হয়েছে। এ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার (২২ মার্চ) বেলা ১২টায় অনুষ্ঠিত এ শোভাযাত্রায় নেতৃত্বে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় হাবিপ্রবিতে আনন্দ শোভাযাত্রা

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ২০২১ সালের মধ্যে আমাদের যে অর্জন হওয়ার কথাছিল তা ২০১৮ সালের মধ্যেই অর্জিত হয়েছে। গত নয় বছর ধরে ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভাবনীয় উন্নয়নের ফলে আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। আমরা মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং মানবসম্পদ উন্নয়ন; এই তিনটি মানদণ্ডে সাফল্য অর্জন করেছি এবং উন্নয়নশীল দেশে উপনীত হয়েছি। আমাদের বিশ্বাস উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের পূর্বেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডা. মো. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, চিফ মেডিক্যাল অফিসার ডা. মো. নজরুল ইসলাম, হাবিপ্রবি ছাত্রলীগ শাখার নেতা মোস্তফা তারেক চৌধুরী, মোর্শেদুল আলম রনি, আহকামুল আকমাম, কর্মচারীদের পক্ষে মো. পারভেজ হোসেন

উক্ত আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
বৈশ্বিক রিপোর্টের তথ্যদুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল