X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জাককানইবিতে আন্তর্জাতিক সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ২১:১১আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২১:১৩

জাককানইবিতে আন্তর্জাতিক সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মালয়েশিয়া ইউনিভার্সিটি টেকনোলজি মারা(ইউআইটিএম) এর সঙ্গে শিক্ষা কার্যক্রম পর্যালোচনা এবং এশিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স অব আর্ট ডিজাইন শীর্ষক এ আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

মালয়েশিয়া থেকে আগত অতিথি শিল্পীদের ফুল দিয়ে বরণ করে নেয় চারুকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এরপর আগত অতিথিদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির, জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মনসহ চারুকলা বিভাগের শিক্ষকমণ্ডলি ও শিক্ষার্থীবৃন্দ।

তিন দিনব্যাপি এই সেমিনারের প্রথম দিনের উদ্বোধনী পর্বে আন্তর্জাতিক এই সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. এমদাদুর রাশেদ সুখন।

এরপর আগত অতিথিদের মধ্যে ইউনিভার্সিটি টেকনোলজি মারা এর ডেপুটি রেক্টর ড.  নূর হিশাম ইবরাহিম তাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক তথ্যসমেত একটি ডিজিটাল ব্রিফিং প্রদান করেন।

এরপর উপাচার্যের বক্তব্যে প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে দ্বিপাক্ষিক এই শিল্পচর্চার দ্বার উন্মোচনে আশাবাদ ব্যক্ত করেন এবং গবেষণাসহ সকল কার্যক্রমে তাদের সহযোগিতা কামনা করেন।

তথ্য উপস্থাপন পর্বে স্কলারশিপ বিষয়ক নানারকম প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজনের দ্বিতীয় দিনের সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হল ও ময়মনসিংহের জয়নুল আবেদিন আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিনে চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও আগত অতিথিদের অংশগ্রহণে আর্টক্যাম্প অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এই সেমিনার,শিল্পকর্ম প্রদর্শনী ও আর্ট ক্যাম্প প্রসঙ্গে চারুকলা বিভাগের প্রভাষক আল মঞ্জুর এলাহী বলেন, দুই দেশের শিল্পগতভাব বিনিময়ের মাধ্যমে জাককানইবি তার শিল্প চর্চায় গতিশীলতা লাভ করবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা