X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাবিতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

রাবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ২০:২৩আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:২৪

রাবিতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু করে।

পরে সকাল সাতটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালি বের করেন। র‌্যালি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, দফতর প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়েল শহীদ মিনারের মুক্তমঞ্চে শোক সমাবেশ করা হয়। সমাবেশে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিলেন আন্তর্জাতিক সাম্র্যাজ্যবাদী ও পাকিস্তানি হানাদার বাহিনীর গ্রাস থেকে। তার আদর্শের কাছে পাক বাহিনীরা মাথা নত করতে বাধ্য হয়েছে। পাক হানাদার বাহিনীর পরাজয়ের আক্রোশ থেকে এদেশের রাজাকারদের সহায়তায় জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শকে বাংলার মাটি থেকে কেউ হত্যা করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে মনে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও সংবিধানের চার মূলনীতি নিয়ে বিতর্ক করা যাবে না।’

এরপর বিভিন্ন আবাসিক হল, বিভাগ, ইনস্টিটিউট, ছাত্রলীগ, রাবি সাংবাদিক সমিতিসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে সকাল নয়টায় শেখ রাসেল মডেল স্কুলে এবং সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় স্কুলে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া, বুধবার বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বঙ্গবন্ধুর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা