X
শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২, ১৪ মাঘ ১৪২৮
সেকশনস

চবিতে নির্মিত হলো ভাস্কর্য ‘জয় বাংলা’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ২২:৫৯

চবিতে নির্মিত হলো ভাস্কর্য ‘জয় বাংলা’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্র্মিত হয়েছে স্বাধীনতার ভাস্কর্য ‘জয় বাংলা’। প্রায় পনের লাখ টাকা ব্যয়ে বুদ্ধিজীবি চত্ত্বরে নির্মাণ করা হয় এই ভাস্কর্যটি। ভাস্কর সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহানের নকশায় এটি তৈরি করতে সময় লেগেছে নয় মাস।

বৃহস্পতিবার বিকেলে ভাস্কর্যটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এসময় তিনি বলেন, ‘জয় বাংলা’ শুধুমাত্র একটি স্লোগান নয়। অন্যায়-অবিচার-জুলুম-নির্যাতনকে পদদলিত করে বীর বাঙালির মুক্তি ও স্বাধীনতা অর্জনের একটি সাহসী উচ্চারণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৌলবাদি শক্তির মোকাবেলা করতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এই প্রয়াস। এ ভাস্কর্য বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ প্রজন্মের সন্তানদের স্বদেশপ্রেমে সাহস ও শক্তি যোগাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিজের নাম পরিচয় গোপন রাখা শর্তে এক ব্যক্তি এই ভাস্কর্য নির্মাণের জন্য দশলাখ টাকা প্রদান করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে আরও ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এই ভাস্কর্য নির্মাণের প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের মার্চ মাসে।

এ ব্যাপারে ভাস্কর সৈয়দ সোহরাব জাহান বলেন, মুক্তিযুদ্ধ সংক্রান্ত বেশিরভাগ ভাস্কর্যে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ তেমনভাবে তুলে ধরা হয়নি। আমি চেষ্টা করেছি এ ভাস্কর্যে নারীদের অংশগ্রহণ তুলে ধরার। মুক্তিযুদ্ধের প্রতি তরুণ সমাজের আগ্রহ স্বাধীনতাবোধ তুলে ধরার চেষ্টায় ভাস্কর্যে প্রায় ২০টি মানব অবয়ব ব্যবহার করা হয়েছে। যা স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে। তবে এদের মধ্যে মুক্তিযোদ্ধাদের তিনটি অবয়ব রয়েছে যেগুলো চামড়া সংযুক্ত করে তৈরি করা হয়েছে। এই সংযুক্তিকে মুক্তিযুদ্ধের সম্মিলিত প্রয়াসকে প্রতিফলিত করে।

তিনি আরও বলেন, ভাস্কর্যের উচ্চতা ১৭-১৮ ফিট। এই ভাস্কর্য নির্মাণে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার ও বঙ্গবন্ধু প্রতীকৃতিসহ পাঁচটি স্মৃতিস্তম্ভ রয়েছে।

 

/এফএএন/
সম্পর্কিত
কাটেনি ধকল, শাবিপ্রবির অনশনকারীরা চলছেন চিকিৎসকের পরামর্শে
কাটেনি ধকল, শাবিপ্রবির অনশনকারীরা চলছেন চিকিৎসকের পরামর্শে
আইন করে ‘গেস্টরুম’ বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের
আইন করে ‘গেস্টরুম’ বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের
১১ দিন পর খুললো শাবির মূল ফটক ও ভবনগুলোর তালা
১১ দিন পর খুললো শাবির মূল ফটক ও ভবনগুলোর তালা
শাবি ভিসির পদত্যাগ চান ইবি শিক্ষক সজল
শাবি ভিসির পদত্যাগ চান ইবি শিক্ষক সজল
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
কাটেনি ধকল, শাবিপ্রবির অনশনকারীরা চলছেন চিকিৎসকের পরামর্শে
কাটেনি ধকল, শাবিপ্রবির অনশনকারীরা চলছেন চিকিৎসকের পরামর্শে
আইন করে ‘গেস্টরুম’ বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের
আইন করে ‘গেস্টরুম’ বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের
১১ দিন পর খুললো শাবির মূল ফটক ও ভবনগুলোর তালা
১১ দিন পর খুললো শাবির মূল ফটক ও ভবনগুলোর তালা
শাবি ভিসির পদত্যাগ চান ইবি শিক্ষক সজল
শাবি ভিসির পদত্যাগ চান ইবি শিক্ষক সজল
জাবির দুই ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আটক ২
জাবির দুই ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আটক ২
© 2022 Bangla Tribune