রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর বিভাগ। অভিযানে চোর, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো— কামাল, উজ্জল, অপু মিয়া, মিখাইল ইসলাম, শাকিল, রবিউল, শিমুল, রাজন, আমানুল্লাহ আমান, জীবন, রবিন, সাগর, রফিকুল ইসলাম, রাব্বি, নয়ন, জাফর, সম্রাট, রাজু, পায়েল, জাবেদ, আব্দুল্লাহ ওরফে ডলার, জনি, মুক্তার হোসেন, বাবলু, সাদ্দাম, হাসান রহমান, পিয়াল মাদবর, রতন হাওলাদার, রাব্বি, দিপু, আবুল হাশেম ও আলী হৃদয়।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধে জড়িত।
ডিএমপি আরও জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাঁড়াশি অভিযান চালানো হয়, যাতে এলাকায় অপরাধ কমিয়ে আনা যায় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।