X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রলীগ নেতাকে মারধর

সিরাজুচ ছালেকীন, রাবি
৩০ অক্টোবর ২০১৮, ০৭:১৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০৭:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্তকে মারধর করা হয়েছে। রাবি ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাওসার ও সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত’র বিরুদ্ধে এই অভিযোগ। সোমবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এই ঘটনা ঘটেছে।

তারেক আহমেদ খানের বাম পায়ে গুরুতর জখম হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে তারেক আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের চারুকলায় খাবার খেতে আসেন। সেখানে আগে থেকেই কাওসার অবস্থান করছিলেন। তারেককে সেখান দেখার পর কাওসার হাসিবুল হাসান শান্তসহ কয়েকজনকে ডাকেন। এরপর খাওয়া শেষে তারেক আহমেদ দোকান থেকে বের হলে তাকে মারধর করা হয়। এতে তারেক আহমেদ খানের পায়ে গুরুতর জখম হয়। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খানের সঙ্গে এক ভর্তিচ্ছুর ভর্তি জালিয়াতি নিয়ে গোপন ফোনালাপের অডিও ফাঁস হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিনিময়ে এক ভর্তিচ্ছুর সঙ্গে তারেক আহমেদ খানের আড়াই লাখ টাকার চুক্তি হয়। বাংলা ট্রিবিউনসহ কিছু গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়। গণমাধ্যমে প্রকাশিত খবরে তারেক আহমেদ খান এটাকে ষড়যন্ত্র বলে দাবি করেন। এর পেছনে উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাওসার ও সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন। তারেকের এই মন্তব্যের জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীঘ নেতা হাসিবুল হাসান শান্ত বলেন, ‘নিউজে আমার নাম কেন দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে চড়-থাপ্পড় দিয়েছি।’

ছাত্রলীগ নেতা কাওসার বলেন, ‘নিউজে কেন নাম দিয়েছিল, সেটা জানতে চেয়েছিলাম। এটা নিয়ে তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়েছে।’

তারেক আহমেদ খান বলেন, ‘দুপুর বেলা আমি সেখানে খাবার খেতে যাই। তখন সেখানে কাওসার আগে থেকেই অবস্থান করছিল। আমি খাবার শেষ করে বের হতেই আমাকে কাঠের খড়ি দিয়ে ১০-১৫ জন এলোপাথাড়ি মারধর করে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ