X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিসিএসের ফরম পূরণে প্রতারণা: তিন জনের বিরুদ্ধে মামলা

রাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৯:২১আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৯:২৮

রাজশাহী ৪০তম বিসিএস পরীক্ষার ফরম পূরণে প্রতারণার ঘটনায় রাজশাহীতে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল মমিন মতিহার থানায় মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের স্পন্দন কম্পিউটার দোকান মালিক মোস্তাক আহমেদ মামুন, রফিকুল ইসলাম আকাশ ও আরিফ হোসেন।

মতিহার থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ‘মামলার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মামলার এজাহারে আবদুল মমিন উল্লেখ করেন, ‘আমি গত ৩১ অক্টোবর মোস্তাকের দোকান থেকে বিসিএস পরীক্ষার ফরম পূরণ করি। পরে গত বৃহস্পতিবার আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পাই, আমাকে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করে প্রতিবন্ধী কোটায় ফরম পূরণ করা হয়েছে। ওইদিনই আমি তার (মামুন) দোকানে গিয়ে জানতে পারি, তিনি আরও দুই শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণে প্রতারণা করে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমরা মামুনের কাছ থেকে এক লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছি। এখন পর্যন্ত ২১৫ জনের টাকা ফিরিয়ে দিয়েছি। যারা এখনও পায়নি, তাদেরকেও টাকা ফেরত দেওয়া হবে।’

উল্লেখ্য, বিসিএস ফরম পূরণের জন্য পিএসসি থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ৭০৫ টাকা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়। মোস্তাক প্রায় ৩৫০ সাধারণ শিক্ষার্থীর অজান্তে তাদের প্রতিবন্ধী ক্যাটাগরিতে ফরম পূরণ করিয়ে ৭০৫ টাকা করে হাতিয়ে নেয়। পরে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) প্রতারণার শিকার শিক্ষার্থীরা প্রক্টরের সহযোগিতায় ওই তিন জনকে আটক করে পুলিশে দেয়।

আরও পড়ুন: চাকরির আবেদনকারীরা সাবধান

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম