X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

পবিপ্রবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:২২
image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলার’ পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ডিনবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, কর্মকর্তা ও কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় দিবসের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পবিপ্রবির উপাচার্য। প্যারেড শেষে এক বর্নাঢ্য বিজয় র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। পবিপ্রবির উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষক শাহীন হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রফেসর গোলাম রব্বানী আকন্দ, প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর মোঃ ফজলুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রমুখ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুর দেড়টায় দোয়া ও প্রার্থনা এবং ২টায় প্রীতি ক্রিকেট ম্যাচ ও আবৃত্তি, দেশাত্ববোধক গান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা