X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে যা ভাবছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণরা

শাহরিয়ার খান নোবেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩
image

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সারা দেশের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও লেগেছে নির্বাচনি হাওয়া। আড্ডায়, ক্লাসের ফাঁকে চলছে নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনা। ভোটারদের বিশাল একটি অংশই তরুণ। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে ভূমিকা রাখবে তাদের মূল্যবান ভোট। কী ভাবছেন তারা নির্বাচন নিয়ে?  

মাহের রাহাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের ছাত্র মাহের রাহাত বলেন, ‘আমার চোখে সুষ্ঠু নির্বাচন সেটাই যেখানে সকল স্তরের ভোটার নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবে, নিজের ভোট নিজে দেবে, সবার মতামত সুস্পষ্টভাবে প্রকাশ করার স্বাধীনতা পাবে। সর্বোচ্চ সংখ্যক তরুণ জনগোষ্ঠী এবার ভোট দেবে। আমার প্রত্যাশা থাকবে কোনও পর্যায় থেকে নির্বাচনকে কেন্দ্র করে তাদের উপর যেন কোনও নেতিবাচক প্রভাব না আসে।’

হুমায়রা ইবনাত আনান, পরিসংখ্যান বিভাগ
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হুমায়রা ইবনাত আনান বলেন, ‘আসন্ন নির্বাচন সব দলের অংশগ্রহণে, সুষ্ঠু ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন হোক। যেহেতু এবারই সরকারি দলের অধীনে অনেকগুলো দল নির্বাচনে আসছে সেহেতু সব দলের জন্য সমান নির্বাচনী মাঠ থাকবে এটাই প্রত্যাশা।’

ফারজানা আক্তার, মার্কেটিং বিভাগ ‘আসন্ন নির্বাচনে সবার কাছে আহ্বান থাকবে আমরা যেন যোগ্য প্রার্থী দেখে ভোট দেই। ভোট দেওয়ার আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সাধারণের সাথে তার প্রতিনিধিত্বমূলক আচরণ বিচার করেই যেন আমরা ভোট দেই’- বলেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার।

ওবায়দুল হক, গণিত বিভাগ
গণিত বিভাগের শিক্ষার্থী ওবায়দুল হক বলেন, ‘সরকার, প্রশাসন, নির্বাচন কমিশনসহ,  সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নির্বাচন চলাকালীন স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। কেননা সহিংসতাহীন সুষ্ঠু পরিবেশ বজায় থাকলেই কেবল সর্বোচ্চ ভোটার নিজ আগ্রহে ভোট দিতে ভোটকেন্দ্রে আসবে।’

তৌহিদূর রহমান ভূঁইয়া
‘আশা করবো যে সরকারই নির্বাচিত হোক না কেন, তারা তরুণদের অধিকার নিশ্চিত করবে। যেহেতু এদেশে এখন তরুণ বেশি, সাথে বেকারত্বও, তাই এমন সরকারই আসা উচিত যারা বেকারত্ব দূর করবে, গবেষণা নির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করবে’- বলেন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তৌহিদূর রহমান ভূঁইয়া।

লাজেম জিম, বাংলা বিভাগ
বাংলা বিভাগের শিক্ষার্থী লাজেম জিম বলেন, ‘নির্বাচনকালীন সহিংসতায় দেশের ব্যবসা ও সম্পদের যে বিপুল ক্ষতি হয় সেটা যেন না হয়। আমরা সবাই আমাদের পছন্দমত প্রার্থীকে সমর্থন করব, কিন্তু সহিংসতা বর্জন করব এটাই প্রত্যাশা।’

আতিকুজ্জামাল তানজিল, লোকপ্রশাসন বিভাগ
লোকপ্রশাসন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আতিকুজ্জামাল তানজিল বলেন, ‘দলমতের ঊর্ধ্বে আসলেই যারা দেশপ্রেমিক তাদের জয় নিশ্চিত করবে তরুণ ভোটার- এটাই চাওয়া। আর ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে বলব সকল প্রার্থীকে।
শামীম আহমেদ, আইন বিভাগ ‘নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ চাই। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব বাছাই করবে সেটাই প্রত্যাশা। ইসি এবং প্রশাসন যেন জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। তাহলে ভোটগ্রহণ সুষ্ঠু হবে বলে আশা করি’- বলেন আইন বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে