X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিকৃবিতে নবীনবরণ অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪
image

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, ‘তরুণরাই বাংলাদেশের মূল শক্তি। তাদের হাত ধরেই দেশে উন্নয়ন ও সফলতা এসেছে।’ সিকৃবির ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এদেশে খাদ্য ঘাটতি থাকলেও কৃষিবিদদের কল্যাণে বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি আমরা আমাদের উদ্ধৃত খাদ্যশস্যসহ মাছ, পোল্ট্রি ইত্যাদি দেশের বাইরে রপ্তানি করছি।’ রবিবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল ১, সেমিস্টার ১-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সিকৃবিতে নবীনবরণ অনুষ্ঠিত
ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. জীতেন্দ্র নাথ অধিকারী, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড। এর আগে সকাল ৯টা থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। ৯.৫০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে মাৎস্যবিজ্ঞান অনুষদের রুবাইয়াত-ই-জান্নাত এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ফারহান রাকিব সরকার অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান ছাত্রলীগের আবদুস সামাদ আজাদ হলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সিকৃবি ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনিক দেবনাথ। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ডাটাবেজ’ উদ্বোধন করা হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ফাঁকে এই ডাটাবেজ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। প্রতিবছর ওরিয়েন্টেশনে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তবে এবছর নবীনদের স্বাগত জানাতে এমন কোনও আয়োজন ছিল না।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনে ধর্মীয় জনগোষ্ঠীর অভিমত নিয়ে প্রামাণ্যচিত্র
জলবায়ু পরিবর্তনে ধর্মীয় জনগোষ্ঠীর অভিমত নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ