X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রাইমএশিয়ায় ‘মুক্তিযুদ্ধ এবং তরুণ’ শীর্ষক সেমিনার

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ২২:১৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:২০

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ এবং তরুণ শীর্ষক সেমিনার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ এবং তরুণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এম.পি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য রায়হান আজাদ বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদ এ. খান সেমিনারটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস-এর ডিন ও সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এবিএম আব্দুল্লাহ, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শফিকুর রহমান এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ আফতাব উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রদূত এবং মুক্তিযোদ্ধা এম. ওয়াহিদুর রহমান, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. এজেএম ওমর ফারুক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডীন অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে আজকের যুবসমাজকে সৎ, নিষ্ঠাবান ও শিক্ষা মনস্ক জাতি হিসেবে নিজেদেরকে উন্নত প্রযুক্তির ছোঁয়ায় গড়ে তুলতে হবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম