X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জাবির আইন অনুষদের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু

জাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৮:৫১

জাবির আইন অনুষদের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে আইন অনুষদ এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ বীমা চালু হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, আইন ও বিচার বিভাগের সভাপতি কে এম সাজ্জাদ মহাসীন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সকল নিয়মিত শিক্ষার্থী বার্ষিক ৩০ হাজার টাকা পর্যন্ত হাসপাতাল চিকিৎসা সুবিধা এবং ৩ হাজার টাকা পর্যন্ত আউট পেশেন্ট চিকিৎসা সুবিধা ভোগ করতে পারবেন। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে বার্ষিক ২৯০টাকা জমা দিতে হবে।

আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘অর্থাভাবে অনেক শিক্ষার্থীই ঠিক সময়ে সুচিকিৎসা পায় না। এ বীমার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, শিক্ষার্থীরা উপকৃত হবে।’

অধ্যাপক বশির আহমেদ জানান, প্রায় ৩৫০জন শিক্ষার্থীকে বীমার আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রথম বর্ষের ফি অনুষদ এবং বিভাগীয় ফান্ড থেকে পরিশোধ করা হবে। শিক্ষার্থীর মা-বাবাও চিকিৎসা সুবিধা পাবেন। 

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপক (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার জানান, প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে হেলথ কেয়ার কার্ড প্রদান করা হবে। দেশব্যাপী বিস্তৃত জেনিথ ইসলামী লাইফের নেটওয়ার্ক হাসপাতালগুলোতে কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী নিজে এবং পরিবারের সদস্যরা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা সুবিধা নিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের শিক্ষক, সাবেক বিচারক মাজদার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি