X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রাবির বড়কুঠি হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

রাবি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৮:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৮:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম প্রশাসনিক ভবন বড়কুঠি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। হস্তান্তরের প্রতিবাদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মাববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন ছিল বড়কুঠি। এই ভবনটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের ধারক ও বাহক। বিশ্ববিদ্যালয়ের মত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সম্পত্তি সরকারের একটি মন্ত্রণালয়কে হস্তান্তর করা অন্যায্য ও হঠকারী সিদ্ধান্ত। কয়েকজন সদস্যের আপত্তি সত্ত্বেও কেন সিন্ডিকেট সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে বোধগম্য নয়।

তারা আরও বলেন, অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শোনেনি। শিক্ষক সমিতিও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানাই।

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের সভাপতি রাশেদ রিমন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম, দপ্তর সম্পাদক অন্তু বিশ্বাস বক্তব্য দেন। কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ৪৯১ তম সিন্ডিকেটে বড়কুঠি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা