X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাবিতে সংস্কৃতায়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘোষণা

রাবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৪

রাবিতে সংস্কৃতায়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতি সংগঠন সংস্কৃতায়নে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে থাকছে শিল্পকর্ম প্রদর্শনী, মঙ্গলশোভা যাত্রা, পাঠ পরিবেশনা, শিল্পালোচনা, উচ্চাঙ্গ সঙ্গীত, মুকাভিনয় ইত্যাদী।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটি সচিব ও নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সুখন সরকার বলেন, দিনব্যাপী এ উৎসব দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে  দিনব্যাপী কমসূচির উদ্ধোধন করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এসএম আবু বকর ও অধ্যাপক মলয় ভৌমিক। মিলনায়তনের দক্ষিণ পাশে সাংস্কৃতিক সংগঠন নন্দনের আয়োজনে এক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যেখানে দেশ বরেণ্য শিল্পী ও শিল্পগবেষকদের শিল্পকর্ম স্থান পাবে।

পরে বেলা সাড়ে এগারটার দিকে একই স্থান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে। মঙ্গল শোভাযাত্রা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।  এতে বাঙালি সংস্কৃতির প্রকৃতি স্বরূপ নিয়ে আলোচনা করবেন নাট্যজন এসএম আবু বকর। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাংস্কৃতি ব্যক্তিত্ব আমির জামান। পরে খ্যাত নামা সাংস্কৃতিক ব্যক্তিদের পাঠ পরিবেশনা অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদী নৃত্য, মুকাভিনয় পরিবেশিত হবে। সর্বশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সুস্থ সংস্কৃতি সুষ্ঠু  চর্চায় গড়ি আগামীর বিশ্ব এ প্রতিপাদ্যে  ২০১৩ সালে ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা করে সংস্কৃতায়ন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক