X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কুবি শিক্ষার্থীদের রচিত ‘শালবনের গান’ বইয়ের পাঠ উন্মোচন

কুবি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ১৪:০০আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৫:৫৬
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ৬ষ্ঠ আবর্তনের শিক্ষার্থীদের লেখা সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দের কাব্য ‘শালবনের গান’ বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বন বিভাগে এ উপলক্ষে একটি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

কুবি শিক্ষার্থীদের রচিত ‘শালবনের গান’ বইয়ের পাঠ উন্মোচন
‘শালবনের গান’ বইয়ের পাঠ উন্মোচন শীর্ষক সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বইটির সম্পাদক কামরুন নাহার শীলা। আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক সোহাগ। এছাড়াও বাংলা বিভাগের ৬ষ্ঠ আবর্তনের শিক্ষার্থীরা আড্ডায় উপস্থিত ছিলেন।
সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দবিন্যাসের আলোকে সমকালীন সমাজ, দেশ, পরিবেশ, মানুষ নিয়ে এই বইয়ের কবিতাগুলো লেখা হয়েছে। প্রায় একশ পৃষ্ঠার এই বইটিতে বাংলা ৬ষ্ঠ আবর্তনের প্রত্যেক শিক্ষার্থীর একটি করে কবিতা রয়েছে।
সাহিত্য আড্ডায় বইটি সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, “সংস্কৃত সাহিত্যাকাশের উজ্জ্বলতর কবি কালিদাসের লেখা মন্দাক্রান্তা ছন্দের এক অনবদ্য কাব্য ‘মেঘদূত’ আমাদের পাঠ্য ছিল। অনুবাদ সাহিত্যের ক্লাসে সেটি আমাদের পড়িয়েছেন কোর্স শিক্ষক কামরুন নাহার শীলা। ক্লাসে কালিদাসের সেই ‘বন্দি হৃদয়ের বিশ্বভ্রমণ’ আমরা শুনেছি, অনুধাবন করেছি মনন দিয়ে। পরবর্তীকালে সেই মন্দাক্রান্তা ছন্দে কবিতা লেখার চেষ্টা করেছি ক্লাসের সবাই (৪৩ জন), পরীক্ষার অংশ হিসেবে। কবিতাগুলোর কোনওটা হয়েছে অসাধারণ, আবার কোনওটাতে ছন্দ কিংবা শব্দগত কিছু বিচ্যুতি ছিল, যা আমাদের কোর্স শিক্ষক পরিমার্জন করে দিয়েছেন এবং সবশেষে ‘শালবনের গান’ নামে বইটি আলোর মুখ দেখেছে।”
শিক্ষার্থীদের অদম্য আগ্রহ ও প্রচেষ্টাই ‘শালবনের গান’ প্রকাশে ভূমিকা রেখেছে উল্লেখ করে বইটির সম্পাদক কামরুন নাহার শীলা জানান, ;সংকলনটি তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অটুট বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে আজীবন। শিক্ষার্থীদের মধ্যে এটি কবিতাচর্চায় উৎসাহ যোগালে তা আমাদের জন্য পরম পাওয়া হিসেবে বিবেচিত হবে।’
উল্লেখ্য, ‘শালবনের গান’ বইটি বাতিঘরের প্রকাশনা প্রতিষ্ঠান কবিতাভবন থেকে প্রকাশ পেয়েছে। বইটির সম্পাদনায় ছিলেন কামরুন নাহার শীলা। প্রচ্ছদ এঁকেছেন মুয়িন পারভেজ। বইটি উৎসর্গ করা হয়েছে ‘মেঘদূত’ এর কবি কালিদাসকে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?