X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আজ জবি দিবস

জবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৫:০৬আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৫:০৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস। প্রতিষ্ঠার ১৪ বছর পূর্ণ করে ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটি।

দিনটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় দিবসে মূল আকর্ষণ হিসেবে থাকছে নাটক লালজমিন পরিবেশনা। এছাড়াও এবছর থাকছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের ৬টি ব্যান্ডের বিশেষ পরিবেশনা।

এছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর সুসজ্জিত শোভাযাত্রা, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক লাল জমিনের পরিবেশনা। উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় দিবসের সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুরু হয়। এর পরপরই বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সকাল সাড়ে ৯টায় উপাচার্যের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সুসজ্জিত শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার মোড় ঘুরে, বাংলাবাজার ওভারব্রিজ হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করে শেষ হয়।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচতলায় চারুকলা বিভাগের উদ্যোগে ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী’  শুরু হয়েছে। এছাড়া সকাল ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনাসভাও অনুষ্ঠিত হয়।

এরপর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় দিবসের মূল আকর্ষণ ‘লাল জমিন’ নাটক পরিবেশন করা হয়। নাটকটি একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এক নির্যাতিত বালিকার আর্তনাদের কাহিনি নিয়েই রচিত। জবিতে লাল জমিনের ২০৮তম মঞ্চায়ন হয়েছে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক