X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ভাষাগত দক্ষতা বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৬

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ভাষাগত দক্ষতা বিষয়ক সেমিনার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে হয়ে গেল ইংরেজি ভাষায় দক্ষতা বিষয়ক সেমিনার। সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ইংরেজি বিভাগ এই সেমিনারের আয়োজন করে। এতে বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘ইংলিশ স্টাডিজ অ্যান্ড প্রফেশনাল ডাইভারসিটি’ শীর্ষক সেমিনারে ইংরেজি কেনও শিখবো, কেনওই বা আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন এই ভাষার কদর বাড়ছে দিন আর রাতের মতো, লজ্জা-শরম ভুলে নিজেকে উপস্থাপন করার উপায় কি?- এমন নানা বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আইসিডিডিআরবির মানবসম্পদ শাখার ম্যানেজার মো. জহিরুল ইসলাম ইংরেজি শেখার নানান কৌশল তুলে ধরে বলেন, আমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইংরেজি ভাষার ভীতি দূর করতে হবে।

তিনি আরও বলেন, বেশ কিছু কৌশল রপ্ত করা গেলে যে কেউ এই ভাষায় পারদর্শীতা অর্জন করতে পারেন। প্রতিদিন কিছু না কিছু লেখা, নতুন নতুন শব্দ নোটবুকে টুকে রাখা, ইংরেজি ম্যাগাজিন পড়া, বক্তব্য শোনাসহ বিভিন্ন বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে হবে।

কোথায় নেই ইংরেজি? মো. জহিরুল ইসলাম শিক্ষার্থীদের কাছে জানতে চেয়ে বলেন, বিশ্ব এখন প্রতিনিয়ত নতুনভাবে নিজেকে প্রস্তুত করছে। কর্পোরেট দুনিয়ায় নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাই এই ভাষার আদ্যোপান্ত জানার এখনই সময়।

ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান অতিথি সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।

অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানতে চাইলে কর্ডিনেটর ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া বলেন, ইংরেজি শেখার জন্য প্রচুর অনুশীলন করতে হবে। এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের মনোভীতি দূর করে তাদেরকে প্রচুর আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?