X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

শাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ২২:০৮আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:০৯

শাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র্যা লি, সমাবেশ ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শাখা ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি র্যা লি বের করে সংগঠনটি। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে যাত্রী ছাউনিতে এসে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, কোষাধ্যক্ষ রাজু শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক, সেক্যুলার ও একই ধারার শিক্ষা ব্যাবস্থার স্লোগান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যাত্রা শুরু করে। ক্যাম্পাসের সকল যৌক্তিক আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ভূমিকা রেখে আসছে’।

বক্তারা আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে একযুগ পর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নিরাপত্তার অযৌক্তিক অজুহাতে ক্যাম্পাসের টংগুলো উচ্ছেদ করে দেয় প্রশাসন। ফলে টং মালিকেরা দুর্বিষহ জীবনযাপন করছে। তাছাড়া নতুন করে দোকান করে দেওয়ার কোনও উদ্যোগ নেওয়া হয়নি এখনও।’ 

এছাড়া সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অর্জুনতলায় দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তথ্যপ্রদর্শনীতে সংগঠনের বিভিন্ন সময়ের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ার অবস্থা, পরিবহন ও আবাসন সংকট, ভর্তি বাণিজ্য, ২০১৪ সালের বর্ষবরণে নারী নিপীড়ন, গণতান্ত্রিক ক্যাম্পাসের লক্ষ্যে ১১ দফা, শিক্ষা ও গবেষণার খাতে সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণবিরোধী আন্দোলন, ঢাবিসহ বিভিন্ন নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদের বিষয় তুলে ধরা হয় প্রদর্শনীতে।

উল্লেখ্য, ১৯৮৪ সালে ২১ জানুয়ারি স্বেরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভে ‘সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক, সেক্যুলার ও একই ধারার শিক্ষা ব্যাবস্থা’ স্লোগান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যাত্রা শুরু করে। এ পথচলার ৩৬ বছর পদার্পণ করেছে সংগঠনটি। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন
শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার